করোনায় অতিরিক্ত সচিব কৃষিবিদ তৌফিকুল আলম মৃত্যু

লাস্টনিউজবিডি, ২২ মে: করোনায় আক্রান্ত হয়ে অতিরিক্ত সচিব কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯) মারা গেছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
কৃষিবিদ ইন্সটিটিউটের মহাসচিব খাইরুল আলম প্রিন্স একটি অনলাইনকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কৃষিবিদ তৌহিদুল আলম আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ। শোকবার্তায় জানানো হয়, কৃষিবিদ তৌফিকুল আলম নোটিশ অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগ করছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২ ব্যাচের ছাত্র।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৪ জন মারা গেছেন। ফলে করোনায় মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে।এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৯৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ হাজার ২০৫ জনে।
You must be logged in to post a comment Login