রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

লাস্টনউিজবডি,১৯ ম: সিরাজগঞ্জের রায়গঞ্জে সয়াবিন তেল বোঝাই ট্রাক উল্টে আহত অজ্ঞাতপরিচয় (৩৭) এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
ওই হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ফরিদুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কে রায়গঞ্জ উপজেলার নলকা সেতুর পশ্চিম পাশে তেল বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়া পথে আরও দুইজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের মৃত আবু সাইদের ছেলে আলী আকবর (২৮) ও তার স্ত্রী নুরজাহান বেগম (২০) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (২২)।
হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের পুলিশ সুপার মো. শহীদ উল্লাহ জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী সয়াবিন তেলের ড্রাম বোঝাই একটি ট্রাকের কেবিনে যাত্রী পরিবহন করা হচ্ছিল। ওই ট্রাকটি নলকা সেতুর পশ্চিমপারে এসে চালক নিয়ন্ত্রণ হারায় এবং ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে একজনের মরদেহ এবং আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে। আহতদের হাসপাতালে নেওয়া পথে আরও দু’জন মারা যান। আহত বাকি তিনজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু হয়েছে।
লাস্টনউিজবডি/এমএ
You must be logged in to post a comment Login