বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

লাস্টনিউজবিডি, ২৩ মার্চ: জাতির উদ্দেশে আগামী বুধবার (২৫ মার্চ) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেসউইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ভাষণের সময় জানানো না হলেও ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে, আজ সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে বিষয়টি পুনরায় নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: করোনাভাইরাস নিয়ে সজিব ওয়াজেদ জয়ের ফেসবুকে স্ট্যাটাস
ওবায়দুল কাদের বলেন, আগামী ২৫ মার্চ (বুধবার) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস মোকাবিলায় তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন।
মন্ত্রী বলেন, সকলের প্রতি অনুরোধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন, সরকারের প্রতি আস্থা রাখুন। যখন যেটা বলতে হবে, আর যখন যেটা করতে হবে সেটা যথাসময়েই করা হবে।
‘প্রধানমন্ত্রী প্রয়োজনীয় যেসব কথা বলা দরকার জাতির উদ্দেশ্যে ভাষণে এসে সেসব করণীয় সম্পর্কে অবশ্যই জাতিকে জানাবেন,’ যোগ করেন তিনি।
‘শেখ হাসিনার সরকার সচেতন এবং প্রস্তুত’ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিশেষজ্ঞ ও চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে যখন যে ব্যবস্থা নেওয়া দরকার তখন সেটা নেওয়া হবে।’
করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় চিকিৎসকদের প্রয়োজনীয় সরঞ্জাম নেই বলে অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, ‘নেই এই কথাটা ঠিক নয়, ঘাটতি আছে। তবে সংগ্রহ করার জন্য জরুরি পদক্ষেপ নেয়া হয়েছে। সবকিছুর জন্য সরকারের সর্বাত্মক চেষ্টা আছে।’
এর আগে সর্বশেষ গত ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লাস্টনিউজবিডি/হাসান
You must be logged in to post a comment Login