রাজধানীতে শুরু তিন দিনের সুন্নাতে ভরা ইজতিমা
লাস্টনিউজবিডি, ০৩ মার্চ: আজ রাজধানীর হাজিক্যাম্প সংলগ্ন সিভিল এভিয়েশন ময়দানে শুরু হয়েছে তিন দিনের সুন্নাতে ভরা ইজতিমা। তবলিগে কুরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বিনি সংগঠন দাওয়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত তিন দিনের এই ইজতিমা শেষ হবে ৬ মার্চ।
দেশ-বিদেশের লাখো মুসল্লি এই ইজতিমায় যোগ দিচ্ছে। এরি মধ্যে সিভিল এভিয়েশনের ময়দান জুড়ে টানানো হয়েছে বিশাল প্যান্ডেল। পুলিশি চেক পোস্ট, সিসিটিভি স্থাপনসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ইজতিমা ময়দানে প্রবেশ পথে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট ও একাধিক ওয়াচ টাওয়ার। আগত মুসল্লিদের তল্লাশি করে মাঠে প্রবেশ করানো হচ্ছে। পুলিশের পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত রয়েছে দাওয়াতে ইসলামীর নিজস্ব নিরাপত্তা কর্মী। এছাড়া মুসল্লিদের জন্য অজু, গোসল, প্রয়োজনীয় হাজতখানা ও খাবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকছে। পিডিবির সহায়তায় দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ।

তিন দিনের সুন্নাতে ভরা এই ইজতিমার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ কামাল আত্তারী ও জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী। বুধবার সকাল ১০টায় ইজতিমা শুরু হওয়ার কথা থাকলেও মঙ্গলবার সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লিগণ আসতে শুরু করেছে।
আগামী বুধবার সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াত ও নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মাধ্যমে শুরু হবে ইজতিমার মূল কার্যক্রম। এতে দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম ও মুবাল্লিগগণ বয়ান করবেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী, সুফিবাদে বিশ্বাসী আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বিদায় বিশ্বাসী বিশ্বব্যাপি অরাজনৈতিক সংগঠন হলো দাওয়াতে ইসলামী। সারাবিশ্বের মতো এদেশে ষষ্ঠ বারের মতো আমরা রাজধানীর সিভিল এভিয়েশনের ময়দানে তিন দিনের এই ইজতিমা করতে যাচ্ছে।

শুধু বাংলাদেশে নয়, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে এই ইজতিমা অনুষ্ঠিত হয়ে আসছে। ইজতিমা শেষে মুসল্লিগণ ১২দিন, ৩০দিন, ৬৩দিন, ৯২দিন ও ১২ মাসের মাদানী কাফেলায় বের হয়ে দেশের মসজিদে মসজিদে সফর করে ইলমে দ্বীন প্রচার করবে এবং মানুষকে ইসলামের পথে দাওয়াত দেবে।
আরও পড়ুন: আমি নয়, আমরা শব্দে বিশ্বাসী ছিলেন স্যার ফজলে হাসান আবেদ
সার্বিক নিরাপত্তার জন্য থাকছে প্রয়োজনীয় সিসি ক্যামেরা এবং একাধিক ওয়াচ টাওয়ার। যা পুরো ইজতিমাকে নজরদারিতে রাখবে। মুসল্লিদের জন্য অযু, গোসল, প্রয়োজনীয় হাজতখানা ও খাবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকবে। পিডিবির সহায়তায় দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। দেশের সর্বস্তরের সুন্নী, তরিকতপন্থী আশেকে রাসূল এবং সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সার্বিক সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে এই সুন্নাতেভরা তিনদিনের ইজতিমা। ইজতিমা শেষে মুসল্লিগণ ১২দিন, ৩০দিন, ৬৩দিন, ৯২দিন ও ১২ মাসের মাদানী কাফেলায় বের হয়ে দেশের মসজিদে মসজিদে সফর করে ইলমে দ্বীনকে প্রচার করবে।

শুক্রবার বাদ জুমা সালাতু সালাম ও আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে তিন দিনের এই ইজতিমা। প্রেস বিজ্ঞপ্তি।
লাস্টনিউজবিডি/এস এম সবুজ
- ফিলিস্তিনিদের নগ্ন করে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা
- বাংলাদেশের নির্বাচন নিয়ে পিছু হটার প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র
- গাজায় আল-জাজিরার সাংবাদিকের পরিবারের ২২ সদস্য নিহত
- ভারত বাংলাদেশের জনগণের পাশে ছিল, আগামীতেও থাকবে: প্রণয় ভার্মা
- দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কমান্ড সেন্টার ধ্বংস
- পশ্চিম তীরের সহিংসতাকারীদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
সর্বশেষ সংবাদ
- ফিলিস্তিনিদের নগ্ন করে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা
- সাড়ে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
- আচরণবিধি লঙ্ঘনের দায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে শোকজ
- ডিএমপির ৩৪ থানার ওসির বদলি
- মার্কিন ‘বাণিজ্য নিষেধাজ্ঞা’র বিষয়ে ব্যাখ্যা দিলো বিজিএমইএ
- সারা দেশে ৩৩৮ ওসি রদবদল (তালিকাসহ)
- ১৩ ডিসেম্বর থেকে চালু হচ্ছে মেট্রোরেলের আরও দুটি স্টেশন
- মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণ : দগ্ধ ১ জনের মৃত্যু
- চার মাসে ৬০ শতাংশ বাণিজ্য ঘাটতি কমেছে
- ডিআরইউ’র নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
- পুঠিয়া-দূর্গাপুরের স্বতন্ত্র প্রার্থী এমপি মনসুরের প্রার্থীতা প্রত্যাহারের আবেদন
- বাসের ধাক্কায় প্রাণ হারালেন জাবির সাবেক শিক্ষার্থী