ফের সাধুবাদ প্রধানমন্ত্রীকে

আলীমুজ্জামান হারুন: কী করতো পাপিয়া ,এ প্রশ্নের চেয়ে বরং ‘কী করতো না পাপিয়া’ এ প্রশ্ন করাই আজ বেশি প্রাসঙ্গিক। পত্রপত্রিকা লিখেছে, মাদক ও অস্ত্র চোরাচালান, মুক্তিপণ আদায়, জমি দখল ও হোটেলে নারীদের দিয়ে যৌন ব্যবসাসহ হেন অপকর্ম নেই, যা এই নারীনেত্রীটি করতো না। কিন্তু অন্যায়-অপকর্ম করে কতদিন আর বুক ফুলিয়ে চলা যায়! আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের র্যাব বাহিনী অবশেষে ক’দিন আগে ঢাকা বিমানবন্দর থেকে পাপিয়া, তার স্বামী মফিজুর এবং তাদের দুই স্যাঙাতকে গ্রেফতার করে। র্যাব জানায়, পাপিয়া গুলশানের ওয়েস্টিন হোটেলের ‘প্রেসিডেনশিয়াল স্যুট’ ভাড়া নিয়ে ‘অসামাজিক কার্যকলাপ’ চালিয়ে বিপুল অর্থ আয় করত। এ অর্থের পরিমাণ এতই বিপুল যে, পাপিয়া প্রতি মাসে শুধু হোটেলের বিলই দিত কোটি টাকার ওপরে।
র্যাবকে সাধুবাদ, এই দুর্বৃত্ত রমণীকে পাকড়াও করতে গিয়ে তারা তার রাজনৈতিক পরিচয়কে আমলে নেননি। এই আমলে না-নেয়াটাই সততা এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রতি দৃঢ় অঙ্গীকারের পরিচায়ক। র্যাব অতীতের বহু ঘটনার মতো এবারও সততা ও অঙ্গীকার রক্ষার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
অভিবাদন জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। নিজ দলের নেত্রী বলে তিনি পাপিয়ার প্রতি কোনো অনুকম্পা প্রদর্শন বা আনুকুল্য প্রদান করেননি, যেমনটি অতীতের বহু সরকার করেছে এবং করতো। এক্ষেত্রে উজ্জ্বল ব্যতিক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বরং সারাদেশে এই সংগঠনের আরো কারা পাপিয়ার মতো অপকর্মে জড়িত, তাঁদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।
গতক বুধবার যুব মহিলা লীগ সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল প্রধানমন্ত্রী ও আ.লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের কিছু নির্দেশনা দেন। বলেন, সারা দেশে সংগঠনের মধ্যে পাপিয়ার মতো অপকর্মে আর কারা কারা জড়িত, তা খুঁজে বের করতে। প্রধানমন্ত্রী আরো বলেন যে তাঁর কাছে গোয়েন্দা রিপোর্ট আছে। ওই রিপোর্টের আলোকে তিনি অপরাধীদের ছেঁকে বের করবেন।
আরও পড়ুন: সহজ কথার কঠিন সত্য
এখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠত্ব। তিনি যে নিছক একজন প্রধানমন্ত্রী নন, বরং জনকল্যাণকামী ও দূরদর্শী একজন স্টেটসম্যান, এ নির্দেশ তারই অক্ষয় দলিল।
মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অভিবাদন গ্রহণ করুন! আপনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ হোক পাপমুক্ত।
লাস্টনিউজবিডি/এস এম সবুজ
- ফ্রান্সে যৌন সম্পর্কিত পার্লামেন্টে বিল পাশ
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮
- আজ থেকে দ. কোরিয়ায় বাংলাদেশিদের ভিসায় নিষেধাজ্ঞা
- মিয়ানমারে একদিনে আটক ৩৬, ধর্মঘটের ডাক
- ভারতে ২৪ ঘণ্টায় ২ লাখ ১৭ হাজার আক্রান্তের রেকর্ড
- যুক্তরাষ্ট্রে ১৩ বছর বয়সীকে হত্যার ভিডিও প্রকাশ
সর্বশেষ সংবাদ
- ফ্রান্সে যৌন সম্পর্কিত পার্লামেন্টে বিল পাশ
- করোনা টেস্টের কিটে ইচ্ছেমতো বসানো হতো মেয়াদ
- কিশোরীকে রাতভর ধর্ষণ
- করোনায় পুলিশ পরিদর্শকের মৃত্যু
- লকডাউনে সেবা সীমিত করেছে বিভিন্ন দেশের দূতাবাস
- রেসিপি: ইফতারে আপেলের ঠান্ডাই
- কোভিডে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় ১০১
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮
- আগামীকাল মুজিবনগর দিবসে নানা কর্মসূচি
- রোজায় আরেক দফায় বাড়লো পণ্যের দাম
- আজ থেকে দ. কোরিয়ায় বাংলাদেশিদের ভিসায় নিষেধাজ্ঞা
- লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে বিএনপি: কাদের
You must be logged in to post a comment Login