সহজ কথার কঠিন সত্য
।।আলীমুজ্জামান হারুন।।
ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। গত কিছু দিন ধরে এ নিয়ে পুরো রাজধানী সরগরম হয়ে আছে মিছিলে, স্লোগানে। কোথাও কোথাও দু’-একটি অপ্রীতিকর ঘটনা ঘটলেও বাংলাদেশের নিরীখে তাকে ”তেমন কিছু নয়” বলে উড়িয়ে দেয়া যেতে পারে। সব মিলিয়ে বলা যায়, ঢাকাবাসী একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে আর মাত্র ক’দিন পরই।
এ কথা অনস্বীকার্য যে নির্বাচন মানেই প্রতিযোগিতা। আর তাই এতে হারজিৎ থাকবেই। এটা মেনে নিয়েই বিশ্বের সব সভ্য দেশে নির্বাচন হয় এবং মানুষ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে। আমাদের দেশে, দুঃখজনক হলেও সত্য, এ সভ্য রীতিটা মাঝে মাঝে ভেঙে পড়ে। তাই তো দেখা যায়, ভোট এলেই এখানে-ওখানে হানাহানি হয়, প্রাণহানি হয়, সম্পদহানি হয়। কোনো সভ্য দেশের জন্য এটা মোটেই মানানসই নয়। বিশেষ করে বর্তমান বাংলাদেশের জন্য। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিস্ময়কর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বে ”উন্নয়নের রোল মডেল” হিসেবে সম্মান ও পরিচিতি লাভ করেছে, তখন আমাদের কি সেই আদ্যিকালের ধ্যানধারণা নিয়ে বসে থাকা, নির্বাচন এলেই প্রতিপক্ষের ওপর হামলে পড়া মানায়? এ বিষয়টি আজ আমাদের সকলকে গভীরভাবে ভাবতে হবে।
নির্বাচনে নগরবাসী যার গলাতেই পরিয়ে দিক জয়ের মালা, অনেক অনেক ভাবার বিষয় আছে তাঁরও। ভাবতে হবে, সময়ের পরিক্রমায় ঢাকার অনেক উন্নয়ন হলেও এ নগরী এখনো অনেক সমস্যার জটাজালে আবৃত। নতুন মেয়রদ্বয় ও ওয়ার্ড কাউন্সিলরদের দায়িত্ব হবে প্রাণপণে সেসব সমস্যার জঞ্জাল সরিয়ে ঢাকাকে একটি সত্যিকার আধুনিক ও বিশ্বমানের নগরীতে রূপ দান করা। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বে দেশ আজ মধ্য আয়ের দেশে রূপান্তরিত হয়েছে এবং উন্নত দেশ হওয়ার লক্ষ্যে এগিয়ে চলছে। এ লক্ষ্য অভিমুখে নিজ নিজ অবস্থান থেকে বঙ্গবন্ধুকন্যার সাথী হতে হবে সবাইকেই। তবেই আমরা গড়তে পারবো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, তবেই সার্থক হবে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্ব।
ঢাকার দুই সিটি কর্পোরেশনের আগামী দিনের নেতারা যেন সহজ কথার এ কঠিন সত্যটি ভুলে না-যান।
- বিএনপির কারণেই গণতান্ত্রিক অভিযাত্রা বার বার হোঁচট খেয়েছে: কাদের
- দেশে ফের বিচারবহির্ভূত হত্যা শুরু হয়েছে: ফখরুল
- স্বাধীনতার ঘোষণাপত্রের অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে- ইসলামী আন্দোলন বাংলাদেশ
- সাংবাদিকদের সত্য কথা লিখবার স্বাধীনতা হারিয়ে গেছে: ফখরুল
- জিয়া ছিলেন পাকিস্তানিদের গুপ্তচর: তথ্যমন্ত্রী
- বিএনপি পাকিস্তানি ভাবধারায় উজ্জীবিত: কাদের
সর্বশেষ সংবাদ
- হজযাত্রী নিবন্ধনের সময় আবার বাড়ল
- শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের ইফতার বিতরণ
- বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে: মোস্তাফা জব্বার
- সিজিডিএফ হিসেবে গোলাম ছরওয়ার ভূঁঞা এর দায়িত্ব গ্রহণ
- রাজধানীর এলিফ্যান্ট রোডে ভবনে আগুন
- মসিকের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- শিল্প মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- কলাপাড়ায় কৃষি কাজে সেচ সুবিধার জন্য খাল খননের দাবিতে কৃষকের মানববন্ধন
- মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ তাদের সম্মান দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব: ধর্ম প্রতিমন্ত্রী
- পুলিশের ‘মেডিকেল অফিসার’ পদে ৮২ চিকিৎসক বদলি
- শেখ হাসিনাকে বিশ্বের জন্য সহানুভূতি ও উদারতার দৃষ্টান্ত বললেন বাইডেন
- ডিএমপির ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা বদলি