সহজ কথার কঠিন সত্য

।।আলীমুজ্জামান হারুন।।
ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। গত কিছু দিন ধরে এ নিয়ে পুরো রাজধানী সরগরম হয়ে আছে মিছিলে, স্লোগানে। কোথাও কোথাও দু’-একটি অপ্রীতিকর ঘটনা ঘটলেও বাংলাদেশের নিরীখে তাকে ”তেমন কিছু নয়” বলে উড়িয়ে দেয়া যেতে পারে। সব মিলিয়ে বলা যায়, ঢাকাবাসী একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে আর মাত্র ক’দিন পরই।
এ কথা অনস্বীকার্য যে নির্বাচন মানেই প্রতিযোগিতা। আর তাই এতে হারজিৎ থাকবেই। এটা মেনে নিয়েই বিশ্বের সব সভ্য দেশে নির্বাচন হয় এবং মানুষ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে। আমাদের দেশে, দুঃখজনক হলেও সত্য, এ সভ্য রীতিটা মাঝে মাঝে ভেঙে পড়ে। তাই তো দেখা যায়, ভোট এলেই এখানে-ওখানে হানাহানি হয়, প্রাণহানি হয়, সম্পদহানি হয়। কোনো সভ্য দেশের জন্য এটা মোটেই মানানসই নয়। বিশেষ করে বর্তমান বাংলাদেশের জন্য। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিস্ময়কর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বে ”উন্নয়নের রোল মডেল” হিসেবে সম্মান ও পরিচিতি লাভ করেছে, তখন আমাদের কি সেই আদ্যিকালের ধ্যানধারণা নিয়ে বসে থাকা, নির্বাচন এলেই প্রতিপক্ষের ওপর হামলে পড়া মানায়? এ বিষয়টি আজ আমাদের সকলকে গভীরভাবে ভাবতে হবে।
নির্বাচনে নগরবাসী যার গলাতেই পরিয়ে দিক জয়ের মালা, অনেক অনেক ভাবার বিষয় আছে তাঁরও। ভাবতে হবে, সময়ের পরিক্রমায় ঢাকার অনেক উন্নয়ন হলেও এ নগরী এখনো অনেক সমস্যার জটাজালে আবৃত। নতুন মেয়রদ্বয় ও ওয়ার্ড কাউন্সিলরদের দায়িত্ব হবে প্রাণপণে সেসব সমস্যার জঞ্জাল সরিয়ে ঢাকাকে একটি সত্যিকার আধুনিক ও বিশ্বমানের নগরীতে রূপ দান করা। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বে দেশ আজ মধ্য আয়ের দেশে রূপান্তরিত হয়েছে এবং উন্নত দেশ হওয়ার লক্ষ্যে এগিয়ে চলছে। এ লক্ষ্য অভিমুখে নিজ নিজ অবস্থান থেকে বঙ্গবন্ধুকন্যার সাথী হতে হবে সবাইকেই। তবেই আমরা গড়তে পারবো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, তবেই সার্থক হবে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্ব।
ঢাকার দুই সিটি কর্পোরেশনের আগামী দিনের নেতারা যেন সহজ কথার এ কঠিন সত্যটি ভুলে না-যান।
- লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে বিএনপি: কাদের
- খালেদা জিয়ার সিটি স্ক্যানের পূর্ণাঙ্গ প্রতিবেদন
- কাদের মির্জার ২৪ ঘণ্টার আল্টিমেটাম
- লকডাউনের নামে সরকার বিরোধীদল দমনে নেমেছে: ফখরুল
- এভারকেয়ার হসপিটালে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে
- যে কোন সময়ে মামুনুল হক গ্রেফতার
সর্বশেষ সংবাদ
- ফ্রান্সে যৌন সম্পর্কিত পার্লামেন্টে বিল পাশ
- করোনা টেস্টের কিটে ইচ্ছেমতো বসানো হতো মেয়াদ
- কিশোরীকে রাতভর ধর্ষণ
- করোনায় পুলিশ পরিদর্শকের মৃত্যু
- লকডাউনে সেবা সীমিত করেছে বিভিন্ন দেশের দূতাবাস
- রেসিপি: ইফতারে আপেলের ঠান্ডাই
- কোভিডে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় ১০১
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮
- আগামীকাল মুজিবনগর দিবসে নানা কর্মসূচি
- রোজায় আরেক দফায় বাড়লো পণ্যের দাম
- আজ থেকে দ. কোরিয়ায় বাংলাদেশিদের ভিসায় নিষেধাজ্ঞা
- লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে বিএনপি: কাদের
You must be logged in to post a comment Login