ইন্টারনেট সংযোগের দাবিতে ইবিতে বিক্ষোভ
আহসান নাঈম,লাস্টনিউজবিডি,২৫ নভেম্বর,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলে ইন্টারনেট (ওয়াইফাই) সংযোগ ও রিডিং রুম চালুর দাবিতে হল অফিসে তালা ও বিক্ষোভ করেছে আবাসিক শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা হলের প্রধান ফটকে বিক্ষোভ ও হল অফিসে তালা দেয়।
এসময় শিক্ষার্থীরা ‘হই হই রই রই ইন্টারনেটের টাকা কই, হই হই রই রই রিডিং রুম গেল কই’ সহ বিভিন্ন স্লোগান দেয়। পরে হল অফিসে তালা দেয় আবাসিক শিক্ষার্থীরা। এতে হলের কর্মকর্তাসহ কয়েকজন নবীন শিক্ষার্থী প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ থাকে। পরে হল প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হোসেন শিক্ষার্থীদের আশ্বাস দিলে তারা শান্ত হয়।

জানা যায়, গত বছরের ৭ জনুয়ারি উদ্বোধন করা হলেও চলতি বছরের জনুয়ারিতে হলটি চালু হয়। ১০মাস গত হলেও ইন্টারনেট সংযোগ দেওয়া হয়নি হলটিতে। এছাড়াও শিক্ষার্থীদের পড়ালোখার জন্য কোন রিডিং রুম নেই এ হলে। ফলে ইন্টারনেট সংযোগ ও রিডিং রুম চালুর দাবিতে সকাল ১১টার দিকে হলের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
শিক্ষার্থীদের অভিযোগ, আবাসিকতার শর্ত পূরণ করে আমরা হলে উঠেছি। ইন্টারনেট বাবদ টাকা জমা দিয়েছি। হল চালু হওয়ার ১০ মাস পার হলেও এখনো ইন্টারনেট সংযোগ দেওয়া হয়নি। আমাদের নামে হলে রিডিং রুম থালেও সেই রুমের নাম পরিবর্তন করে হল অফিস বানানো হয়েছে।
এবিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হোসেন বলেন, ‘ইন্টারনেট সংযোগের কাজ চলছে। অগামী দু-এক দিনের মধ্যে শিক্ষার্থীরা ইন্টারনেট সংযোগ পাবে। হলের কাজ অংশিক সম্পন্ন হওয়ায় রিডিং রুম নেই। কাজ সম্পন্ন হলে রিড়িং রুম থাকবে।’
লাস্টনিউজবিডি/আনিছ
- বিশ্বে বাংলাদেশ ডিজিটাল সক্ষমতার নজীর স্থাপন করেছে
- ২২ মে বাজারে আসছে রিয়েলমি সি৩৫ ও রিয়েলমি ৯
- নতুন স্মার্টফোন ফর্ম ফ্যাক্টর বিষয়ক আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘অপো ফাইন্ড এন’
- পৃথিবী হবে ডাটা নির্ভর: মোস্তাফা জব্বার
- পৃথিবী হবে ডাটা নির্ভর: মোস্তাফা জব্বার
- চাঁদের মাটিতে গাছের চারা
সর্বশেষ সংবাদ
- ২০ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু
- নাসা গ্রুপে সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি
- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সংবাদ সম্মেলন
- ৩০০ জনকে নিয়োগ দেবে ডিবিএল ফার্মা, বেতন কমপক্ষে ২২০০০
- জেলেদের জন্য সরকারি ১৭ হাজার টন চাল বরাদ্দ
- দেশে করোনায় টানা ২৫ দিন মৃত্যুহীন, শনাক্ত ৩৭
- তিতাস এমডির পদত্যাগ দাবিতে বিক্ষোভ
- ঋতুস্রাব চলাকালীন অবশ্যই খেতে হবে ৫ খাবার
- ‘স্ত্রী দিবস’ পালনের দাবি ভারতীয় মন্ত্রীর
- জাবির সালাম বরকত হলের নয়া প্রভোস্ট অধ্যাপক সুকল্যাণ
- কুকুরের মাংসে দিয়ে রান্না বিরিয়ানি বিক্রি, দোকান মালিক আটক
- জাবি পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্বে অধ্যাপক ছায়েদুর