আট মাস পর খুলে দেয়া হলো সামহোয়্যার ইন ব্লগ
লাস্টনিউজবিডি, ২৫ অক্টোবর: সামহোয়্যার ইন ব্লগ খুলে দেয়ার ঘোষণাটি ফেসবুকে দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার৷ ২৩ অক্টোবর তিনি লিখেছেন, ‘‘আপনি হয়তো জানেন না টিকটক, বিগো, সামহয়ারইন ব্লগ এখন আর ব্লক করা নয়৷”
কমিউনিটি ব্লগ সাইটটি খুলে দেয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে৷ ব্লগটির সহপ্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা ডয়চে ভেলেকে বলেন, ‘‘পর্ন ও জুয়া সাইটের তালিকাভুক্ত করে সম্পূর্ণ অন্যায়ভাবে দীর্ঘ আট মাস যাবৎ সামহোয়্যার ইন ব্লগটি বাংলাদেশ থেকে বন্ধ রেখে অবশেষে মুক্ত করে দেয়া হলো। গুরুতর অপমান মাথায় নিয়ে সুস্থ ও মুক্ত বুদ্ধির হাজার হাজার ব্লগার এবং পাঠক বিনা কারণে বিগত আটমাস যেন গহীন অরণ্যে নির্বাসিত ছিল।”
তিনি বলেন, ‘‘আমরা সাধ্যমত এই অন্যায়ের বিরুদ্ধে লাড়াই করেছি। আজ সত্যের জয় হয়েছে। ব্লগাররা যেন নিজের বাড়িতে ফিরে আসতে পেরে স্বস্তি পেয়েছে, উৎসবমুখর হয়ে উঠেছে।”

আরও পড়ুন: গুলশানে ওয়্যারহাউজ থেকে মদ ফেনসিডিলসহ ৭ লাখ টাকা উদ্ধার
প্রসঙ্গত, সামহোয়্যার ইন ব্লগ বন্ধের পেছনে এর আগে সাইটটির প্রতি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বারের কোনো ক্ষোভ কাজ করেছে বলে দাবি করেছিলেন জানা৷ বৃহস্পতিবার ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘চুড়ান্ত আপত্তিকর, কুরুচিসম্পন্ন এবং অপমানজনক অন্ধকার সিদ্ধান্ত নিয়ে ইন্টারনেটে মাতৃভাষা বাংলা চর্চার সর্বপ্রথম, সর্ববৃহৎ এবং সমৃদ্ধ প্ল্যাটফর্মটি যিনি বন্ধ করে দিয়েছিলেন, সেই মন্ত্রী জনাব মোস্তফা জব্বার দীর্ঘ আট মাস লেগে গেলেও যেকোনভাবেই হোক অবশেষে নিজের ভুলটা বুঝতে পেরেছেন৷ এর মাধ্যমে স্বাধীন এবং গণতান্ত্রিক দেশে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার অপচেষ্টা উম্মোচিত হয়েছে পরিষ্কারভাবে৷”
২০০৫ সালে প্রতিষ্ঠিত সামহোয়্যার ইন ব্লগে বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার আগে দিনে প্রায় চারশ ব্লগ পোস্ট হতো, ৬০ হাজার পাঠক সেটিতে প্রবেশ করতেন৷ সাইটটির নিবন্ধিত ব্লগারের সংখ্যা দুই লাখ। গত ১৭ ফেব্রুয়ারি হঠাৎ করে এই সাইটটি বাংলাদেশে বন্ধ করে দেয়া হয়েছিল। সূত্র: ডয়েচে ভেলে।
লাস্টনিউজবিডি/সাজু
- কুয়ালালামপুরের প্রতিশোধ কমলাপুরে
- অবশেষে বাংলাদেশকে পেছনে ফেলল ইংল্যান্ড
- ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের তারিখ চূড়ান্ত
- আইসিইউতে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জহির আব্বাস
- বেপরোয়া জীবনে পর্ন তারকার সঙ্গেও সম্পর্ক ছিল রোনালদিনহোর
- বিশ্বকাপে জায়গা পাওয়া ওয়েলস কোচ গিগসের পদত্যাগ
সর্বশেষ সংবাদ
- প্রেমিকার সঙ্গে দেখা করতে বোরকা পরে গার্লস হোস্টেলে প্রেমিক!
- জাবিতে মাস্টারপ্ল্যান প্রণয়ন, জাকসু নির্বাচনসহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি
- পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- বিরামপুরে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- পদ্মা সেতু এলাকায় মোবাইল নেটওয়ার্ক জোরদার
- পদ্মা সেতুর উদ্বোধন বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন : প্রধানমন্ত্রী
- মানুষের উল্লাসে বিএনপির মন খারাপ : তথ্যমন্ত্রী
- বন্যাদুর্গত মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে: ড. আহমদ আবদুল কাদের
- বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের কানাডা সফর শেষে দেশে প্রত্যাবর্তন
- বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩
- ময়মনসিংহে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১০, ইয়াবা ও মদ উদ্ধার
- পদ্মা সেতু: সুদিনের আশায় ঝালকাঠির সবজি চাষীরা