রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞা
পৃথিবীতে এ যাবৎকালে যত শাসক দেশ শাসন করেছেন তারা সবাই শাসক বটেন, সবে রাষ্ট্রনায়ক নন। খুব কম শাসকই রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞার অধিকারী হন। রাষ্ট্রনায়ক তিনিই, যিনি শুধু বর্তমানের জন্যে নন, ভবিষ্যতের কথাও ভাবেন এবং কাজ করেন।

দেশে চলমান দুর্নীতিবিরোধী অভিযান এবং সর্বসাম্প্রতিক বুয়েটছাত্র আবরার হত্যামামলায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা দেখে আমাদের আবারও মনে হলো, আমরা সত্যি-সত্যিই একজন রাষ্ট্রনায়ক পেয়েছি।
এ প্রসঙ্গে আমরা মনে করতে চাই চলমান দুর্নীতিবিরোধী অভিযান বিষয়ে প্রধানমন্ত্রীর অনমনীয় অবস্থান ও সাহসী বক্তব্যের কথা। প্রথমে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই শীর্ষ নেতাকে পদ থেকে সরিয়ে দিয়ে অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী। তারপর প্রকাশ্য সভায় বলেন, ‘ছাত্রলীগকে ধরেছি, এবার যুবলীগকে ধরবো।’
হলোও তা-ই। একে একে ধরা পড়তে লাগলো সংগঠনটির নানা পর্যায়ের চাঁইরা। বেরিয়ে আসতে লাগলো তাদের নানা অপকর্মের দুর্গন্ধ।
ধরা পড়া কিংবা প্রশাসনের নজরদারিতে থাকা দুর্নীতিবাজদের জন্য কেউ কি তদবির করেনি? আমরা জনি না। তবে বাংলাদেশের বাস্তবতায় বলতে পারি, অবশ্যই করেছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিশ্চয়ই পাত্তা পায়নি তারা।
এখানেই প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠত্ব। অন্যায়ের এবং অন্যায় আবদারের কাছে মাথা নিচু করেননি তিনি।
এর মধ্যে ঘটলো আরেক বিপর্যয়। দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বুয়েটের আবাসিক হলে এক ছাত্রকে কয়েক ঘণ্টা ধরে পিটিয়ে হত্যা করলো তারই সহপাঠী, ছাত্র নামধারী একদল দুর্বৃত্ত। ওই ছাত্র নামধারীদের সবাই আবার সরকারি দল আ.লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের ন্যাতা-কর্মী। ফলে কেউ মুখে কিছু না-বললেও হয়তো মনে-মনে ভাবলো, ওদের ধরবে কে?
কিন্তু জনভাবনার ব্যত্যয় ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্ব্যর্থহীন ভাষায় বললেন, কিসের ছাত্রলীগ? ওরা অপরাধী।
রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞা একেই বলে। তিনি যদি এদের বাঁচানোর চেষ্টা করতেন তাহলে ক্ষতি হতো আইনের শাসনের, দেশের, দলের। কিন্তু অপরাধীদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসনের পতাকাকেই সমুন্নত রাখলেন।
তিনিই তো রাষ্ট্রনায়ক! জয় হোক রাষ্ট্রনায়ক শেখ হাসিনার।
- হুইপের মামলায় পুলিশ পরিদর্শককে ৫ লাখ টাকা জরিমানা
- সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পুলিশি হামলা: রিটের আদেশ বুধবার
- খালেদার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়লো
- মেয়ের সহপাঠীর অভিভাবককে হেনস্তা করা সেই বিচারক প্রত্যাহার
- সীমা অক্সিজেন কারখানার পরিচালকের জামিন
- স্ত্রীর মামলায় জামিন পেলেন সিটি ব্যাংকের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ
- হজযাত্রী নিবন্ধনের সময় আবার বাড়ল
- শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের ইফতার বিতরণ
- বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে: মোস্তাফা জব্বার
- সিজিডিএফ হিসেবে গোলাম ছরওয়ার ভূঁঞা এর দায়িত্ব গ্রহণ
- রাজধানীর এলিফ্যান্ট রোডে ভবনে আগুন
- মসিকের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- শিল্প মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- কলাপাড়ায় কৃষি কাজে সেচ সুবিধার জন্য খাল খননের দাবিতে কৃষকের মানববন্ধন
- মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ তাদের সম্মান দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব: ধর্ম প্রতিমন্ত্রী
- পুলিশের ‘মেডিকেল অফিসার’ পদে ৮২ চিকিৎসক বদলি
- শেখ হাসিনাকে বিশ্বের জন্য সহানুভূতি ও উদারতার দৃষ্টান্ত বললেন বাইডেন
- ডিএমপির ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা বদলি