সাকিবকে পেছনে ফেললেন স্টোকস

লাস্টনিউজবিডি, ২৮ আগস্ট: হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের তৃতীয় টেস্টে বেন স্টোকসের মহাকাব্যিক এক ইনিংসে জয় পায় ইংল্যান্ড। স্টোকসের ইনিংসটিকে টেস্ট ইতিহাসের অন্যতম সেরা বলে আখ্যা দিচ্ছেন অনেকেই। দারুণ এই ইনিংসের ছাপ পড়েছে টেস্ট র্যাঙ্কিংয়েও। টেস্ট ফরম্যাটের আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এগিয়েছেন দুই ধাপ। তিনি পেছনে ফেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসানকে।
মঙ্গলবার (২৭ অগাস্ট) সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে টেস্ট অলরাউন্ডার মধ্যে দুই নম্বর স্থান দখল করেছেন স্টোকস। তিনি অর্জন করেছেন ক্যারিয়ারের সেরা ৪১১ রেটিং পয়েন্ট। তার চেয়ে ১২ রেটিং পয়েন্ট পিছিয়ে থাকা বাঁহাতি অলরাউন্ডার সাকিব এক ধাপ নেমে আছেন তিনে। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের দলনেতা জেসন হোল্ডার। তার রেটিং পয়েন্ট ৪৩৩।
আরও পড়ুন: নতুন ফিজিও পেল সাকিব-মুশফিকরা
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ের নায়ক ছিলেন স্টোকস। তাতে তিন ম্যাচ শেষে সিরিজে চলছে ১-১ ব্যবধানে সমতা। সেদিন অপরাজিত ১৩৫ রানের অবিস্মরণীয় ইনিংস খেলেন তিনি। তার বীরত্বে খাদের কিনারা থেকে উঠে এসে ৩৫৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে টেস্ট জিতে নেয় ইংলিশরা। অসিদের বিস্ময়ে অভিভূত করে জ্যাক লিচকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে অবিচ্ছিন্ন ৭৬ রান যোগ করেন স্টোকস। সেখানে লিচের অবদান ১, অতিরিক্ত খাত থেকে আসে আরও ১, আর বাকিটা স্টোকসের একারই (৪৫ বলে ৭৪ রান)!
ব্যাট হাতে বুক চিতিয়ে লড়াই করার প্রতিদানটা ব্যাটসম্যান র্যাঙ্কিংয়েও পেয়েছেন স্টোকস। ১৩ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ১৩তম স্থানে। এই র্যাঙ্কিংয়েও ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট শোভা পাচ্ছে তার নামের পাশে। তার রেটিং পয়েন্ট ৬৯৩। যথারীতি শীর্ষে রয়েছেন ভারতীয় দলনেতা বিরাট কোহলি। তার রেটিং পয়েন্ট ৯১০।
ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও ভালো পারফরম্যান্স দেখান স্টোকস। দখল করেন ৪ উইকেট। তবে বোলার র্যাঙ্কিংয়ে তার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৫৯৪ রেটিং পয়েন্ট নিয়ে আছেন আগের ২৮তম স্থানেই। স্টোকসের সতীর্থ জোফরা আর্চার এগিয়ে চলেছেন দুর্দম গতিতে। ক্যারিয়ারের অভিষেক টেস্টের পর বোলার র্যাঙ্কিংয়ে ৮৩তম স্থানে ছিলেন তিনি। এরপর হেডিংলিতে প্রথম ইনিংসে ৬ উইকেটসহ মোট ৮ উইকেট নেন তিনি। ফলে ৪০ ধাপ এগিয়েছেন আর্চার। মাত্র দুই টেস্ট খেলেই তিনি আছেন র্যাঙ্কিংয়ের ৪৩ নম্বরে।
লাস্টনিউজবিডি/নিরব
- আজকের রাশিফল
- শীতে ত্বকের যত্নে ডাবের পানি
- মশা তাড়ানোর সহজ উপায়
- জেনে নিন আজকের রাশিফল
- রোববার যেসব স্থানে যাবেন না
- ঘুম থেকে উঠে যা খাবেন না
সর্বশেষ সংবাদ
- ভ্যাকসিন নিয়েও দুর্নীতিতে জড়িয়েছে সরকার: মির্জা ফখরুল
- দিলুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশে সংসদে বিল উত্থাপন
- জিয়ার জন্মবার্ষিকী: সমাধিতে ফুল দিয়ে বিএনপির শ্রদ্ধা
- সাঈদ খোকনের মামলা খারিজ
- শৃঙ্খলা না মানলে খারাপ পরিণতি হবে: ওবায়দুল কাদের
- সেই চালক গ্রেফতার
- সাড়ে ৪ হাজার গৃহহীন পাচ্ছে সরকারি ঘর
- নরওয়েতে টিকা নিয়ে ৩৩ জনের মৃত্যু
- অভিনেতা দিলু আর নেই
- করোনায় মৃত্যু সাড়ে ২০ লাখ ছুঁই ছুঁই
- বিপুল সংখ্যক পর্নোগ্রাফি ভিডিও’র হার্ডডিস্ক জব্দ
You must be logged in to post a comment Login