ঢামেকে প্রাণ গেল আরও এক ডেঙ্গু রোগীর

লাস্টনিউজবিডি, ২৭ আগস্ট : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ডেঙ্গুরোগী মারা গেছেন। তার নাম হেনা বেগম (৪৫)।
সোমবার বিকালে ঢামেকে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। নিহত হেনা রাজধানীর শ্যামপুর থানার পালপাড়া এলাকায় ফিরোজ আহমেদের স্ত্রী।
মৃত হেনার ভাই মো. সুমন জানান, হেনা তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সোমবার সকালে বোনকে ঢামেকে স্থানান্তর করা হয়।
এর পর তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে আমার বোন মারা যান।
ঢামেকে এ পর্যন্ত ৩৪ রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে জুনে একজন, বাকি ৩৩ জন জুলাই ও আগস্টে।
লাস্টনিউজবিডি/ওবায়দুর
You must be logged in to post a comment Login