স্টার বন্ড নামের কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যের কারাদণ্ড

লাস্টনিউজবিডি, ২৫ আগস্ট : রাজধানীর রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে স্টার বন্ড নামক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে কারাদণ্ড দিয়েছে (র্যাব)।
গতকাল শনিবার রাতে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে র্যাব-২ এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এর সত্যতা নিশ্চিত করে তিনি জানান, র্যাব-২ এর সহযোগিতায় ছিনতাই, মাদক বিক্রিসহ নানা অপরাধের দায়ে ১৭ সদস্যকে আটক করা হয়। তারা স্টার বন্ড নামক কিশোর গ্যাংয়ের সদস্য। ভ্রাম্যমাণ আদালতে তাদের এক বছর করে কারাদণ্ড দিয়ে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
লাস্টনিউজবিডি/ওবায়দুর
You must be logged in to post a comment Login