সুন্দরবনসহ পশুর নদী রক্ষায় মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

সোহাগ হাওলাদার,লাস্টনিউজবিডি,২৯ জুলাই,বাগেরহাট প্রতিনিধি: বাঘের আবাসস্থল ‘সুন্দরবন’ ও সুন্দরবনের প্রাণ ‘পশুর নদী’ রক্ষায় মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার বিকালে মোংলার শেহলাবুনিয়ায় সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন অংশ নেয়। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ‘আসুন বাঘের আবাসস্থল সুন্দরবনকে রক্ষা করি’ শ্লোগানে সোমবার পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপারস বাংলাদেশ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধন চলাকালীন সমাবেশে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র বাগেরহাট জেলা সমন্বয়কারী মো. নুর আলম শেখ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ‘সুন্দরবন জাদুঘর’র পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, সাংবাদিক শেখ কামরুজ্জামান জসিম, বাপা নেতা নাজমুল হক, স্থানীয় জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হ্ওালাদার, রুদ্র স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটো, পশুর রিভার ওয়াটারকিপারের ভলান্টিয়ার গীতা হালদার ও কমলা সরকার।
এ সময় বক্তরা বলেন, খাদ্য ও নিরাপদ বাসস্থানের অভাবে বাঘ লোকালয়ে আসছে এবং মারা যাচ্ছে। সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরায় এবং সুন্দরবনের প্রাণ পশুর নদীর দূষণের ফলে সুন্দরবনের খাদ্য শৃংখলা ভেঙ্গে পড়ছে। তাই সুন্দরবনের খালে বিষ প্রয়োগে মাছ মারা বন্ধ করতে এবং পশুর নদী দূষণ রোধে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার পাশাপাশি সুন্দরবনের বাপার জোন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে। পরে বাঘ দিবসের র্যালী শেষে সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ‘সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার’ শিরোনামে রচনা ও শিশু চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ.এম দুলাল ও সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্র নাথ হালদার।
লাস্টনিউজবিডি/আনিছ
- রমজানে ভেজাল-নিম্নমানের পণ্য সরবরাহ রোধে কঠোর ব্যবস্থা
- ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি বন্ধ
- ঋণ খেলাপিরা এফবিসিসিআই নির্বাচনে প্রার্থী হতে পারবেন না
- এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ডি-৮ সিসিআইর সভাপতির দায়িত্ব গ্রহণ
- ওয়ালটন এসি কিনে ২০০% ক্যাশব্যাক পেলেন ব্যবসায়ী রুবেল
- এফবিসিসিআই নির্বাচনে চুড়ান্ত প্রার্থী তালিকায় যারা
সর্বশেষ সংবাদ
- বিটিসিএল ১২ হাজার ফ্রি ওয়াইফাই জোন তৈরি করছে
- মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জরিপে এগিয়ে রক!
- ইরানের পারমাণবিক কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগ
- বিএসএফের গুলিতে আহত ভারতীয় নাগরিকক
- রমজানে আদালতের সময়সূচি
- খালেদা জিয়া শারীরিকভাবে ভালো আছেন
- খালেদাসহ ফিরোজা ভবনের সবাই করোনায় আক্রান্ত
- চিকেন মোল্টেন ফিঙ্গার যেভাবে বানাবেন
- আবার ‘জব উই মেট’!করিনাই খুঁজে পেলেন নতুন নায়িকাকে
- রমজানে ভেজাল-নিম্নমানের পণ্য সরবরাহ রোধে কঠোর ব্যবস্থা
- বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে বহুজাতিক সেমিনার আর্মি চিফস কনক্লেভ অনুষ্ঠিত
- করোনার নিয়ম ভঙ্গ করায় নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা
You must be logged in to post a comment Login