সুন্দরবনসহ পশুর নদী রক্ষায় মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন
সোহাগ হাওলাদার,লাস্টনিউজবিডি,২৯ জুলাই,বাগেরহাট প্রতিনিধি: বাঘের আবাসস্থল ‘সুন্দরবন’ ও সুন্দরবনের প্রাণ ‘পশুর নদী’ রক্ষায় মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার বিকালে মোংলার শেহলাবুনিয়ায় সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন অংশ নেয়। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ‘আসুন বাঘের আবাসস্থল সুন্দরবনকে রক্ষা করি’ শ্লোগানে সোমবার পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপারস বাংলাদেশ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধন চলাকালীন সমাবেশে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র বাগেরহাট জেলা সমন্বয়কারী মো. নুর আলম শেখ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ‘সুন্দরবন জাদুঘর’র পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, সাংবাদিক শেখ কামরুজ্জামান জসিম, বাপা নেতা নাজমুল হক, স্থানীয় জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হ্ওালাদার, রুদ্র স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটো, পশুর রিভার ওয়াটারকিপারের ভলান্টিয়ার গীতা হালদার ও কমলা সরকার।
এ সময় বক্তরা বলেন, খাদ্য ও নিরাপদ বাসস্থানের অভাবে বাঘ লোকালয়ে আসছে এবং মারা যাচ্ছে। সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরায় এবং সুন্দরবনের প্রাণ পশুর নদীর দূষণের ফলে সুন্দরবনের খাদ্য শৃংখলা ভেঙ্গে পড়ছে। তাই সুন্দরবনের খালে বিষ প্রয়োগে মাছ মারা বন্ধ করতে এবং পশুর নদী দূষণ রোধে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার পাশাপাশি সুন্দরবনের বাপার জোন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে। পরে বাঘ দিবসের র্যালী শেষে সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ‘সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার’ শিরোনামে রচনা ও শিশু চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ.এম দুলাল ও সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্র নাথ হালদার।
লাস্টনিউজবিডি/আনিছ
- যত খুশি তত লেনদেন অনলাইন ব্যাংকিংয়ে
- দেশেই তৈরি হবে ৫০০ সিসির মোটরসাইকেল,আমদানি করা যাবে যন্ত্রাংশ
- নিটল মটরস এর পক্ষ থেকে ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ঢাকায় চলবে বায়ুদুষণমুক্ত ও পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস: মাতলুব
- বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল -দিল্লীতে মাতলুব আহমাদ (ভিডিও)
- নতুন সাশ্রয়ী ট্রাক এলপিটি ষোলতের কিং পিকআপ উদ্বোধন করলেন মাতলুব আহমাদ
সর্বশেষ সংবাদ
- ট্যাটু-ভক্ত মা, এক বছরের সন্তানের সারা শরীরেও ট্যাটু
- ক্যাম্পাস বাসে জুনিয়রকে মারধর; প্রতিবাদে জাবিতে মানববন্ধন
- নারীদের যে পাঁচটি অঙ্গ বড় হলে বুঝবেন সে সৌভাগ্যবতী
- ২০ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু
- নাসা গ্রুপে সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি
- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সংবাদ সম্মেলন
- ৩০০ জনকে নিয়োগ দেবে ডিবিএল ফার্মা, বেতন কমপক্ষে ২২০০০
- জেলেদের জন্য সরকারি ১৭ হাজার টন চাল বরাদ্দ
- দেশে করোনায় টানা ২৫ দিন মৃত্যুহীন, শনাক্ত ৩৭
- তিতাস এমডির পদত্যাগ দাবিতে বিক্ষোভ
- ঋতুস্রাব চলাকালীন অবশ্যই খেতে হবে ৫ খাবার
- ‘স্ত্রী দিবস’ পালনের দাবি ভারতীয় মন্ত্রীর