৭ বছরে জোর করে ৭ বার গর্ভপাত

লাস্টনিউজবিডি,১৬ জুলাই: ১০ বছর হল বিয়ে হয়েছে হায়দরাবাদের সুমাথির। ৩১ বছরের এই মহিলা ভয়ে রাতে ঘুমোতে পারেন না। গর্ভপাতের ভয়। কারণ বিবাহিত জীবনের প্রথম সাত বছরে জোর করে সাতবার তাঁর গর্ভপাত করানো হয়েছে। অষ্টমবারের জন্য ফের গর্ভবতী তিনি। শ্বশুরবাড়ির লোকজন এ বারও প্রি-নেটাল টেস্ট করিয়েছে তাঁকে। এ বারেরটি পুরুষ ভ্রুণ। তাই বন্ধ হয়েছে নৃশংস ধারাবাহিক ভ্রুণহত্যা।
তবু কিছুতেই ট্রমা থেকে বেরোতে পারছেন না সুমাথি। মানসিকভাবে ক্ষতবিক্ষত হয়ে এখন তিনি মনোরোগ বিশেষজ্ঞের দ্বারস্থ হয়েছেন।
মনোবিদ বসুপ্রদা কার্তিক জানালেন, ‘ও মানসিকভাবে বিপর্যস্ত। বছরের পর বছর ধরে ট্রমা ওকে হতাশায় ডুবিয়ে দিয়েছে। প্রতি বছর ওর একবার করে গর্ভপাত করানো হয়েছে। মানসিক ও শারীরিক ট্রমা থেকে বের করার জন্য ওকে অনেক সময় দিতে হবে।’
কন্যা সন্তানের জন্ম না-দিয়ে ভালোই হয়েছে বলে মনে করেন সুমাথি। তাঁর আশঙ্কা, মেয়ে হলে তার উপরও চলত একই বর্বরতা। তাই মেয়ের সব সাধ তাঁর মিটে গিয়েছে। শহরেরই আর এক হাসপাতালে হতাশাগ্রস্ত আরও এক অন্তঃসত্ত্বাকে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, তাঁকেও জোর করে পাঁচবার গর্ভপাত করানো হয়েছে। সূত্র- এই সময়।
লাস্টনিউজবিডি/মারুফ
- ‘জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ও প্রতিকারে, প্রত্যেকের ভূমিকা আছে’
- রংপুরে উন্মোচন হলো বেগম রোকেয়ার ভাস্কর্য
- বেগম রোকেয়া পদক পেলেন যে ‘পাঁচ নারী’
- বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৫ নারী
- নভেম্বরে ১৮ গণধর্ষণ, নির্যাতনের শিকার ৩৫৩ নারী-শিশু
- পিরিয়ডের সময় নারীদের স্যানিটারি পণ্য দেয়া হবে বিনামূল্যে
সর্বশেষ খবর
- ‘ইসিকে হেয় করতে সবই করছেন মাহবুব তালুকদার’
- স্ত্রীকে খুশি রাখার ৭ কৌশল
- আদর্শগতভাবে বঙ্গবন্ধু ছিলেন অত্যন্ত অবিচল: ড. মোমেন
- দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৮ মার্চ
- মাইগ্রেন থেকে মুক্তির উপায়
- বন্দি নির্যাতন: জেল সুপার-জেলারের বিরুদ্ধে মামলা
- রায়পুরে আগুনে পুড়ল ২৫ দোকান
- ভাসানচরের পথে আরও তিন হাজার রোহিঙ্গা
- লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় জাতিসংঘের উদ্বেগ
- দিহানের বিরুদ্ধে প্রতিবেদন পেছাল
- ভ্যাকসিন নিয়েছেন ট্রাম্প-মেলানিয়া
- করোনায় মৃত্যু ছাড়াল ২৫ লাখ ৪৯ হাজার
You must be logged in to post a comment Login