তলাবিহীন ঝুড়ি থেকে সোয়া পাঁচ লাখ কোটি টাকার বাজেট

ক’দিন আগে নতুন অর্থবছরের নতুন বাজেট ঘোষিত হলো। বাংলাদেশের বৃহত্তম বাজেট এটি। স্বাধীনতার পরপর চাণক্য বুদ্ধির মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার বাংলাদেশকে বটমলেস বাস্কেট বা তলাবিহীন ঝুড়ি বলে ব্যঙ্গ করেছিলেন। সেই বাংলাদেশ আজ সোয়া পাঁচ লাখ কোটি টাকার বার্ষিক বাজেট ঘোষণা করেছে।
একটা সময় ছিল যখন বাজেট ঘোষণার দিনই এর বিরুদ্ধে মিছিল বেরিয়ে যেত। স্লোগান উঠত, এ বাজেট গণবিরোধী, এ বাজেট মানি না – ইত্যাদি।
কিন্তু সেইদিন আর নাই। এখন কেউ আর চড়া গলায় বাজেটকে ‘গণবিরোধী’ বলার নৈতিক সাহস রাখেন না। বরং ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে জনমুখী ও ব্যবসা–সহায়ক হিসেবে আখ্যায়িত করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। তারা বলছে, এ বাজেট ব্যবসাবান্ধব এবং দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।
এবারের বাজেটে বিনা প্রশ্নে ফ্ল্যাট, জমি ও শিল্পে কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করার সুযোগ দেয়া হয়েছে। এটাকে কেউ কেউ বাঁকা চোখে দেখলেও অপ্রদর্শিত টাকা মানেই যে ‘কালো’ বা অবৈধ, তা কিন্তু নয়। বৈধভাবে উপার্জিত অর্থও কোনো কারণে অপ্রদর্শিত থাকতে পারে। সেই অর্থ উৎপাদন খাতে গেলে সেটিকে কি নেতিবাচক বলা যাবে? বরং অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ হলে অর্থপাচারও অনেকটা বন্ধ হবে।
বাজেটে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় মুক্তিযোদ্ধা, বয়স্ক ব্যক্তি, বিধবা ও স্বামী–নিগৃহীতা নারী, অসচ্ছল প্রতিবন্ধী, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী, চা–শ্রমিকসহ সব উপকারভোগীর সংখ্যা ও আর্থিক সুবিধা বৃদ্ধি করা হয়েছে। যুবকদের ব্যবসা উদ্যোগ সৃষ্টির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।
বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড–নিয়ন্ত্রিত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,২৫,৬০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ দশমিক ২৮ শতাংশ বেশি। হয়রানিমুক্ত রাজস্ব আহরণ ব্যবস্থাপনা ও সঠিক অটোমেশনের মাধ্যমে রাজস্ব আয়ের এই লক্ষ্য অর্জন সম্ভব বলে মনে করেন অনেকেই।
যাহোক, বিশাল এ বাজেটে অনেক কল্যাণমূলক দিক আছে। তবে চিরন্তন সত্য হচ্ছে, সবাইকেই খুশি করা সম্ভব নয়। তাই এ বাজেটের সমালোচনাও থাকবে। কিন্তু বাজেটে সমালোচনার চাইতে প্রশংসার দিক অনেক বেশি বলেই আমরা মনে করি। আশা করি, প্রধানমন্ত্রী শেখ হসিনার গতিশীল নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলছে, প্রস্তাবিত বাজেট তাতে আরো গতি সঞ্চার করবে।
You must be logged in to post a comment Login