ফেসবুক পোস্টের ছবিতে নজর রাখছে ‘উইপ্রো’
লাস্টনিউজবিডি,২১ মে: ফেসবুকে নিরন্তর পোস্ট হতে থাকে গুচ্ছ গুচ্ছ ছবি। কখনও সেলফি, কখনও গ্রুপ ফটো। কেউ ছবি পোস্ট করেন আনন্দে, কেউ আবার দুঃখে। কিন্তু ফ্রেন্ডলিস্টের বন্ধুরা ছাড়াও এই ছবির উপর নজর রাখছে এক তৃতীয় চোখ।
সদ্য এক রিপোর্টে জানা গিয়েছে ফেসবুকের এক গোপন প্রজেক্টের কথা। জানা গিয়েছে, আইটি সংস্থা ‘উইপ্রো’-র একটি টিম ফেসবুকে পোস্ট করা সব ছবি মনিটর করছে। কোনও ব্যক্তির কোনও ছবি পোস্ট করার পিছনে কারণ কি, তা খতিয়ে দেখছে ওই টিম। ছবিটি দুঃখে পোস্ট করা হয়েছে, কোনও বিশেষ আনন্দ অনুষ্ঠানের ছবি নাকি জীবনের কোনও গুরুত্বপূর্ণ দিনের ছবি, তা ভাগ করছে ওই টিমের সদস্যরা।
সদ্য রয়টার্সের রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। ফেসবুক এই দায়িত্ব দিয়েছে উইপ্রো-কে। আর সংস্থার হায়দরাবাদের অফিস থেকে চলছে সেই মনিটরিংয়ের কাজ।
যদিও এই প্রজেক্ট নিয়ে উইপ্রো মুখ খুলতে চায়নি। তারা সব প্রশ্নই ফেসবুকের দিকে ছুঁড়ে দিয়েছে। ফেসবুক স্বীকার করেছে যে কোনও কোনও ছবির কমেন্ট নিয়েও বিশ্লেষণ চলছে। উইপ্রো কর্মীরা মানুষের ফেসবুক খতিয়ে দেখে বের করছেন, কে ছুটিতে বেড়াতে গিয়ে ছবি পোস্ট করেছে, আবার কে মৃত আত্মীয়ের ছবি পোস্ট করেছেন।
কিন্তু ফেসবুকের এই ধরনের প্রজেক্টের পিছনে রয়েছে বিশেষ কারণ। আসলে ফেসবুক অদূর ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করতে চাইছে। আর তারই প্রথম ধাপ এটি। কোন ছবি আনন্দের, কোন ছবি দুঃখের সেটা আগামিদনে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের মাধ্যমে ধরা হবে। তার জন্য বিশেষ ডেটা তৈরি করা হচ্ছে। সেই ডেটা দেওয়া হবে সফটওয়্যারে। যাতে সফটওয়্যারেই সহজেই ধরা পড়ে যায় ছবির চরিত্র।
লাস্টনিউজবিডি/এসএস
- পদ্মা সেতু এলাকায় মোবাইল নেটওয়ার্ক জোরদার
- বন্যায় ক্ষতিগ্রস্থ টেলিযোগাযোগ নেটওয়ার্ক সচল কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি
- ‘নগদ’ অ্যাপের মাধ্যমে পেমেন্টে প্রাভা হেলথ দিচ্ছে ২০% ক্যাশব্যাক
- বাজারে আসছে রিয়েলমি’র নম্বর প্রো সিরিজের উদ্ভাবনী ক্যামেরা স্মার্টফোন
- বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্থ মোবাইল ও ল্যান্ডফোন নেটওয়ার্ক সচল কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি
- সিলেটের বন্যাকবলিত এলাকায় ফ্রি টকটাইম ও ডেটা দিচ্ছে বাংলালিংক
সর্বশেষ সংবাদ
- প্রেমিকার সঙ্গে দেখা করতে বোরকা পরে গার্লস হোস্টেলে প্রেমিক!
- জাবিতে মাস্টারপ্ল্যান প্রণয়ন, জাকসু নির্বাচনসহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি
- পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- বিরামপুরে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- পদ্মা সেতু এলাকায় মোবাইল নেটওয়ার্ক জোরদার
- পদ্মা সেতুর উদ্বোধন বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন : প্রধানমন্ত্রী
- মানুষের উল্লাসে বিএনপির মন খারাপ : তথ্যমন্ত্রী
- বন্যাদুর্গত মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে: ড. আহমদ আবদুল কাদের
- বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের কানাডা সফর শেষে দেশে প্রত্যাবর্তন
- বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩
- ময়মনসিংহে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১০, ইয়াবা ও মদ উদ্ধার
- পদ্মা সেতু: সুদিনের আশায় ঝালকাঠির সবজি চাষীরা