ভিলেন হয়ে ফিরছে ঐশ্বর্য রাই
লাস্টনিউজবিডি,২১ মে: দু’বছরের বিরতি। ফের বলিউডে পা রাখতে চলেছেন বিশ্ব সুন্দরী। তবে নায়িকা নয় খলনায়িকা হয়ে বলিপাড়ায় ঢুকলেন মেন’স হার্টথ্রব ঐশ্বর্য রাই।
তামিল পরিচালক মনিরত্নমের হাত ধরেই প্রথম ক্যারিয়ার শুরু করেছিলেন মুহব্বতের নায়িকা। তারপর আর ফিরে তাকাতে হয় নি, বলিউড পেয়ে গিয়েছিল নীলি আঁখওয়ালী সুনেহেরিকে। দু’দশক ধরে একের পর এক হিট ছবির পর দু’বছর রুপলি পর্দার আড়ালে চলে গিয়েছিলেন। এবার ফের বলিউডে কামব্যাক করছেন ঐশ্বর্য।
কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস ‘পন্নিইন সেলভান’-এর অনুকরণে তৈরি হচ্ছে ছবি। সময়কাল দশম শতাব্দীর ভারত। তখন চোল বংশের রাজা রাজা চোল রাজত্ব করছেন। তার রাজকোষের দায়িত্বে থাকা পেরিয়ারের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন ঐশ্বর্য। ছবিতে তাঁর নাম নন্দিনী। বিশদে চরিত্রটি সম্পর্কে জানা না গেলেও উপন্যাস অনুযায়ী শঠতা এবং ক্ষমতার লোভই নন্দিনীর জীবনের মূলমন্ত্র। নিজের স্বামীকে ভুল বুঝিয়ে বিপথে চালনা করে সাম্রাজ্যের পতন ঘটানোর জন্য দায়ী নন্দিনী।
এ বছরের গোড়ার দিকেই ঐশ্বর্যকে চিত্রনাট্য শোনান পরিচালক। ‘খাকি’-র পর দীর্ঘদিন খলনায়িকার চরিত্রে কাজ করেননি তিনি। কানাঘুষো শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে মনিরত্নমের এই ছবিতে দেখা যেতে পারে অমিতাভ বচ্চনকেও। খবরটি যদি সত্যি হয়, তাহলে ১১ বছর পর ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে শ্বশুর-বৌমাকে। ছবিতে জয়রাম রবি, সিম্বু এবং বিক্রমের মতো বেশ কয়েকজন দক্ষিণী অভিনেতারাও অভিনয় করবেন। তবে ছবির নাম কী হবে তা এখনও জানা যায়নি। দেশজুড়ে ছবিটি একাধিক ভাষায় মুক্তি পাবে বলে জানা গিয়েছে।
লাস্টনিউজবিডি/এসএস
- মাঠ কাঁপাচ্ছেন দাদা, নেট কাঁপাচ্ছেন সুপার মডেল বোন
- রণবীরের প্রথম স্ত্রীর খবর ফাঁস!
- রাশ্মিকা মান্দান্নার সম্পত্তির পরিমাণ জানলে চমকে যাবেন
- শহরের গলিতে রিকশা চালাচ্ছেন এ কোন তিশা
- আমার পরিচিতদের নোংরা ছবি পাঠাচ্ছে: শ্রীলেখা
- জামিন পেলেন রোদ্দুর রায়
সর্বশেষ সংবাদ
- জাল নোট শনাক্তকরণে কোরবানির পশুর হাটে থাকবে ব্যাংকের বুথ
- নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে -অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ
- যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কোনো দেশই নিখুঁত নয়: মার্কিন রাষ্ট্রদূত
- রাবি শিক্ষিকাকে শ্রেণিকক্ষে হেনস্তা: সেই শিক্ষার্থী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের ২৪৬তম স্বাধীনতা দিবসে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত
- পদ্মা সেতুর ৪২টি পিলার সাহসী বাংলাদেশের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী
- মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় ঈদুল আজহার তারিখ ঘোষণা
- সিনিয়র সহকারী সচিব পদে ১১৭ কর্মকর্তার পদোন্নতি
- এবার বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতেও নিষিদ্ধ হচ্ছে বাইক!
- গ্রামীণফোনের সিম বিক্রিতে বিটিআরসির নিষেধাজ্ঞা
- শিক্ষককে পিটিয়ে হত্যা: অভিযুক্ত সেই ছাত্র গ্রেফতার
- ‘মাদককে নিয়ন্ত্রণ করা না গেলে সরকারের এসডিজি সফল করা সম্ভব হবে না’