দুর্নীতি বন্ধ হলে প্রবৃদ্ধি বাড়বে ২.৬ শতাংশ: মেনন
লাস্টনিউজবিডি,২০ মে: ‘শুধুমাত্র দুর্নীতি বন্ধ করা গেলে আমাদের দেশে প্রবৃদ্ধি ২ দশমিক ৬ ভাগ হারে বেড়ে যেত বলে জানয়িছেনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন।
সোমবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জেল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর শাখা আয়োজিত ‘দুর্নীতি, ঋণখেলাপী ও ব্যাংকিং খাতের নৈরাজ্য বন্ধে বাজেটে সুস্পষ্ট অঙ্গীকার চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তনিি বলনে, ধান, চাল আমদানি মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে বলে মন্তব্য করেছেন । তিনি বলেন, ‘সারা বিশ্বে ১ টন চালের মূল্য ৪০০ মার্কিন ডলার, আর আমরা আমদানি করছি ৭০০ থেকে ১০০০ ডলারে।’
ব্যাংকিং খাতে নৈরাজ্যের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘দেশে ১ লাখ ৩০ হাজার টাকা ঋণখেলাপীদের হাতে রয়েছে। চারটি ব্যাংকের টাকা একজন ব্যক্তির কাছে জিম্মি। আমি তার নাম প্রকাশ করবো না।’
এসময় মেনন বলেন, ‘শুধুমাত্র দুর্নীতি বন্ধ করা গেলে আমাদের দেশে প্রবৃদ্ধি ২ দশমিক ৬ ভাগ হারে বেড়ে যেত।’
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জনকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক স্বদেশ রায় বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিরা, যুদ্ধাপরাধীরাই আমাদের শত্রু নয়, ঋণখেলাপীরাও আমাদের বড় শত্রু।’
তিনি বলেন, ‘দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। আর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ একে শিল্প বানিয়েছিলেন।’
সংগঠনটির ঢাকা মহানগর শাখার সভাপতি আব্দুল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কিশোর রায়ের পরিচালনায় সভায় সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
লাস্টনিউজবিডি/এসএস
- জাল নোট শনাক্তকরণে কোরবানির পশুর হাটে থাকবে ব্যাংকের বুথ
- পদ্মা সেতুর ৪২টি পিলার সাহসী বাংলাদেশের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী
- এবার বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতেও নিষিদ্ধ হচ্ছে বাইক!
- ৫০ ঘণ্টা রিচার্জ বন্ধ ডেসকোর প্রিপেইড মিটার
- সংসদে ভোজ্যতেলের দাম বাড়ার কারণ জানালেন প্রধানমন্ত্রী
- ৩য় দিনে পদ্মা সেতুর টোল আদায় ১ কোটি ৯৪ লাখ
সর্বশেষ সংবাদ
- জাল নোট শনাক্তকরণে কোরবানির পশুর হাটে থাকবে ব্যাংকের বুথ
- নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে -অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ
- যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কোনো দেশই নিখুঁত নয়: মার্কিন রাষ্ট্রদূত
- রাবি শিক্ষিকাকে শ্রেণিকক্ষে হেনস্তা: সেই শিক্ষার্থী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের ২৪৬তম স্বাধীনতা দিবসে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত
- পদ্মা সেতুর ৪২টি পিলার সাহসী বাংলাদেশের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী
- মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় ঈদুল আজহার তারিখ ঘোষণা
- সিনিয়র সহকারী সচিব পদে ১১৭ কর্মকর্তার পদোন্নতি
- এবার বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতেও নিষিদ্ধ হচ্ছে বাইক!
- গ্রামীণফোনের সিম বিক্রিতে বিটিআরসির নিষেধাজ্ঞা
- শিক্ষককে পিটিয়ে হত্যা: অভিযুক্ত সেই ছাত্র গ্রেফতার
- ‘মাদককে নিয়ন্ত্রণ করা না গেলে সরকারের এসডিজি সফল করা সম্ভব হবে না’