নারীদের ফ্যাশন শো-র আয়োজন করছে সৌদি

লাস্টনিউজবিডি,০৯এপ্রিল, আন্তর্জাতিক ডেস্ক: গাড়ি চালানো, স্টেডিয়ামে বসে খেলা, ব্যবসা, সিনেমা, থিয়েটার, ব্যান্ড শোর পর এবার ফ্যাশন শোরও অনুমতি পেলেন সৌদি নারীরা। আগামী ১০ এপ্রিল থেকে সৌদি আরবের ইতিহাসে প্রথম ফ্যাশন সপ্তাহ শুরু হতে যাচ্ছে।
রিয়াদের পাঁচ তারকা হোটেল রিটজ কার্লটনে এ ফ্যাশন শো হবে বলে জানায় অ্যারাব নিউজ। চার দিনের এই ফ্যাশন শোতে আরব ডিজানাইরদের পাশাপাশি ইউরোপের ডিজাইনাররাও অংশ নেবেন।
‘আরব ফ্যাশন উইক রিয়াদ’ শীর্ষক এই আয়োজনে বিদেশিরা বেশ আগ্রহ দেখাচ্ছেন বলে জানিয়েছেন আয়োজক সংস্থা আরব ফ্যাশন কাউন্সিলের সৌদি চাপ্টারের পরিচালাক লায়লা ইসা আবু জায়েদ।
মুসলিম বিশ্বে নারীদের ফ্যাশন শো নতুন কিছু নয়। তুরস্ক, মিশরে, আরব আমিরাত, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে অনেক আগে থেকেই তা চালু আছে। তবে এসব ফ্যাশন শোতে মুসলিম পোশাক রীতি মেনে চলা হয় এবং পশ্চিমা ডিজাইনারদের অংশগ্রহণ নেই।
লাস্টনিউজবিডি/অার আই এস
Comments are closed