জেনেনিন ফর্সা ত্বকে কিভাবে মেকআপ করবেন

লাস্টনিউজবিডি,০৭ এপ্রিল,নিউজ ডেস্ক:কিছু কিছু পার্টি বা দাওয়াতে পোশাকের সাথে মিলিয়ে একটু আধটু সাজতেই হয়। আর তখনই দেখা দেয় বিপত্তি। কারণ খুব ফর্সা ত্বকে মেকআপ খুব একটা ভালো সেট হতে চায় না। তাই আজ ফর্সা ত্বকের জন্য মেকআপের কিছু টিপস জেনে নেওয়া যাক।
ফর্সা ত্বকে গোলাপি রঙের হালকা ফাউন্ডেশন ভালো লাগবে। হালকা ফাউন্ডেশন না থাকলে ভারি ফাউন্ডেশন সামান্য ব্রোনজার মিশিয়ে ব্যবহার করুন। ব্রোনজিং পাউডার বা শিমার প্যানস্টিকও ভালো হবে।সফট পাউডার চটজলদি গ্লো তৈরি করতে ভালো কাজ করে। ভালো কোম্পানির টাচ এন্ড গ্লো পাউডার বেছে নিতে পারেন।
পার্টি লুকের জন্য হালকা গোলাপি শেডের ফাউন্ডেশনে সামান্য সিলভার শিমার মিশিয়ে নিতে পারেন।মাসকারায় খুব বেশি এক্সপেরিমেন্ট না করলেও হবে। ব্রাউন বা ব্ল্যাক মাসকারাই ভালো।আইশ্যাডোতে একটু অন্যরকম শেড ট্রাই করতে পারেন। শ্যাডোর মেইন বেজ কালার পোশাকের সাথে না মিলালেই ভালো করবেন।হালকা লিপস্টিক আপনার লুক কমপ্লিট করবে। পিচ কালার ভালো অপশন, ফর্সা ত্বকে মানাবেও দারুণ।
লাস্টনিউজবিডি/আবদাল
Comments are closed