কোটালীপাড়ায় গোপালগঞ্জ প্রবাসী সেবা কল্যাণ সংগঠনের সহায়তা

জাকারিয়া শেখ,
লাস্টনিউজবিডি, ১২ মার্চ, কোটালীপাড়া, প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে গোপালগঞ্জ প্রবাসী সেবা কল্যাণ সংগঠনের উদ্যোগে কুশলা ও জহরের কান্দি প্রত্যেক পঙ্গু পরিবারকে ১ টি করে গাভি ও ৬,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে, যাতে তার সাবলম্বি হতে পারে।
আজ সকাল সাড়ে ১০টায় এ আর্থিক সহায়তা দেয়া হয়। কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম- আহ্বায়ক আতিকুজ্জামান বাদল।
বিশেষ অতিথি ছিলেন কুশলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিলিপ বাড়ৈ, সাধারণ সম্পাদক শেখ জামাল, আঃ মান্নান শেখ , গোপালগঞ্জ প্রবাসী সেবা কল্যান সংগঠনের সভাপতি সুমন মোল্যা, সাধারণ সম্পাদক বাবু প্রশান্ত পাল প্রমুখ।
লাস্টনিউজবিডি, আরজে
You must be logged in to post a comment Login