সতীত্ব রক্ষায় তিনতলা থেকে লাফ

লাস্টনিউজবিডি, ০৭ মার্চ, ডেস্ক : গণধর্ষণের হাত থেকে বাঁচতে তিনতলার ছাদ থেকে ঝাঁপ দিয়েছে এক তরুণী।
রবিবার রাতে পশ্চিমবঙ্গের হাওড়ার লিলুয়ায় এ ঘটনা ঘটে । আর এ ঘটনায় মূল অভিযুক্তসহ তিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই তরুণীর দাবি, রবিববার রাতে তাকে বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ জানান তার বন্ধু নান্টু বসু। তিনি সেখানে নান্টুর দুই বন্ধুকেও উপস্থিত দেখতে পান।
অভিযোগে তরুণীটি জানান, রাতে খাওয়াদাওয়ার পর তাকে মাদক মেশানো পানীয় খাইয়ে আচ্ছন্ন করে ধর্ষণের চেষ্টা করা হয়। নিজেকে রক্ষায় কোনো উপায় না পেয়ে সেই সময় তিনতলার ছাদ থেকেই ঝাঁপ দেন আতঙ্কগ্রস্ত ওই তরুণী।
বাড়ির নিচে রাস্তায় বালির স্তূপের ওপর পড়ায় আহত হলেও জীবনে বেঁচে যান তিনি। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন।
ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে লিলুয়া থানার পুলিশ।
গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত নান্টু ও তার দুই সঙ্গীকে। আজ তাদের হাওড়া আদালতে তোলা হবে জানিয়েছে পুলিশ।
সূত্র: এনডিটিভি
লাস্টনিউজবিডি,এমবি
You must be logged in to post a comment Login