সিংড়ায় নবাগত ডিসি’র মতবিনিময় সভা

মোঃ এমরান আলী রানা,
লাস্টনিউজবিডি, ২০ ফেব্রুয়ারি, সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসন, রাজনৈতিক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক খলিলুর রহমান।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১০টায় কৃষি ভবন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি।
মতবিনিময় সভায় সহকারী কমিশনার ভূমি জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ড. আশরাফুল ইসলাম, গোল ই আফরোজ সরকারী কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওদুদ দুদু, জেলা আ’লীগের সাবেক সহ সভাপতি বিশ্বনাথ দাস কাশিনাথ,সিংড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মন্ডল, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন,সিংড়া দমদমা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিলকিস বানু, ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালাম, মিনহাজ উদ্দিন সরদার, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা প্রমুখ।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিম হোসেন, আঞ্জুমান আরা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারী অফিসের কর্মকর্তা, পৌর শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
লাস্টনিউজবিডি, এ এস
You must be logged in to post a comment Login