পাচারের সময় স্কুলছাত্রী উদ্ধার
ঢাকা, ২৩ জুন (লাস্ট নিউজ) : সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সাতক্ষীরা ৩৮-বিজিবির অপারেশন অফিসার মেজর আনোয়ারুল মাজহার জানান, তলুইগাছা সীমান্ত দিয়ে একটি পাচারকারী চক্র একজনকে পাচারের চেষ্টা করছে- এ খবর পেয়ে ভোরে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় পাচারকারীরা পালিয়ে যায়।
ওই কিশোরীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।
পুলিশ জানায়ক, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
You must be logged in to post a comment Login