মৃত্যুর আগে ৬০ দিন নির্ঘুম
ঢাকা, ২২ জুন (লাস্ট নিউজ) : বিশ্বখ্যাত পপতারকা মাইকেল জ্যাকসন মারা গেছেন চার বছর হতে চললেও তার রেকর্ড গড়া এখনও থেমে নেই।
নিজের অজান্তেই বেঁচে থাকতে করে গেছেন একটি রেকর্ড যা তার মৃত্যুর পর জনসমক্ষে প্রকাশিত হলো।
শুক্রবার গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, মৃত্যুর আগে টানা ৬০ দিন তিনি নির্ঘুম ছিলেন।
সম্ভবত জ্যাকসনই পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি টানা দু’মাস ঘুমাননি। খবর সিএনএনের।
তার ব্যক্তিগত চিকিৎসক কনরাডে মুরের দেওয়া প্রোপোফল নামক বেদনানাশক ওষুধের কারণে না ঘুমিয়ে থাকতে পেরেছিলেন জ্যাকসন।
এ প্রসঙ্গে হার্ভার্ড মেডিকেল স্কুলের ড. চার্লস সিজেইসলার জানান, প্রপোফল নামে বেদনানাশক ওষুধটি স্বাভাবিক ঘুমের ব্যাঘাত ঘটায়। কিন্তু ব্যক্তিকে সতেজ ঘুমের অনুভূতি দেয়। তিনি আরও বলেন, তার অকাল মৃত্যুর জন্য এ ওষুধটির প্রভাব রয়েছে।
মৃত্যুর দু’দিন আগে তাকে প্রোপোফল দেওয়া বন্ধ করে দেন কনরাড।
You must be logged in to post a comment Login