প্রকাশিত: ৩:৪২:০০ অপরাহ্ণ, ২৭ জুন, ২০২৫
ফাইল ছবি
লাস্টনিউজবিডি ২৭ জুন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, "আমরা জানি না, কীভাবে তাদের (আমেরিকানদের) বিশ্বাস করবো। তারা যা করেছে, তা আসলে কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।"
আজ শুক্রবার মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন আরাঘচি। তিনি স্পষ্টভাবে জানান, ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে রাজি নয়।
তিনি আরও বলেন, "ইসরায়েলকে অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে। তার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা সম্ভব নয়।"
সাক্ষাৎকারে এনবিসি প্রতিনিধি যখন জানতে চান, আগামী দুই সপ্তাহের মধ্যে ইরানের পারমাণবিক ইস্যুতে কোনো কূটনৈতিক সমাধান সম্ভব কিনা, তখন পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে সংশয় প্রকাশ করেন এবং সমাধানের পূর্বশর্ত হিসেবে ইসরায়েলের আগ্রাসন বন্ধের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
তখন আরাঘচি বলেন, এটা নির্ভর করছে আমেরিকানদের ওপর। তারা কি আদৌ আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী, নাকি তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে এবং তারা কি ইরানে হামলা করতে চায়?
তিনি আরও বলেন, তাদের (আমেরিকান) হয়তো এমন পরিকল্পনা থাকতে পারে এবং তারা হয়তো ওই পরিকল্পনা ঢাকতে আলোচনার নাটক করছে।
লাস্টনিউজবিডি/জে আই
সারাদিনের শিরোনাম এবং হাইলাইট, প্রতিদিন সকালে সরাসরি আপনার কাছে।
ইমেইল :
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কপিরাইট © ২০২৫লাস্ট নিউজ বিডি