প্রকাশিত: ১:০৬:০০ অপরাহ্ণ, ২৬ জুন, ২০২৫
ছবি- সংগৃহীত
লাস্টনিউজবিডি ২৬ জুন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক (স্থগিত) সরোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনিয়েছেন দলটির সদস্য ও নেত্রী নীলা ইসরাফিল। এ বিষয়ে এনসিপির গঠিত তদন্ত কমিটির কাছে লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন তিনি। বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অভিযোগপত্রটি শেয়ার করেন নীলা।
অভিযোগপত্রে নীলা ইসরাফিল দাবি করেছেন, ২০২৪ সালের ডিসেম্বর মাসে তিনি তার প্রাক্তন স্বামীর সহিংসতার শিকার হয়ে শারীরিক, মানসিক এবং সাংগঠনিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সে সময়ে এনসিপির পক্ষ থেকে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন সরোয়ার তুষার। তবে পরবর্তীতে সেই রাজনৈতিক যোগাযোগের সম্পর্ককে ব্যক্তিগত ও অনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেন তিনি। নীলার ভাষায়, সরোয়ার তুষার তাকে যৌন হয়রানি করতে উদ্যত হন।
অভিযোগপত্রে চারটি নির্দিষ্ট ঘটনায় সরোয়ার তুষারের অশোভন ও শিষ্টাচারবহির্ভূত আচরণের বিবরণ তুলে ধরেছেন নীলা ইসরাফিল। এসব অভিযোগ তদন্তের জন্য তিনি এনসিপির গঠিত কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে এখনো সরোয়ার তুষারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, “তিনি (সরোয়ার তুষার) প্রায়ই রাতের বেলা কল করে বলেন, ‘রাজনীতি নিয়ে কথা ভালো লাগে না, তোমার কণ্ঠে ভালো লাগে প্রতিবাদের স্লোগান’, ‘তোমার ঠোঁট সুন্দর’, ‘একটা সুন্দর ছবি পাঠাও’— এ ধরনের মন্তব্য বারবার আমাকে অস্বস্তি ও অপমানের মধ্যে ফেলেছে।”
নীলা ইসরাফিল আরো অভিযোগ করেছেন, আমি বারবার অনুরোধ করেছি পেশাদারির সীমা রক্ষা করতে। এরপরও তিনি (সরোয়ার তুষার) বারবার ব্যক্তিগত আলাপের দিকে আলোকপাত করেন। ছবি চাইতেন এবং ভিডিও কলে কথা বলতে চাইতেন।
নীলা ইসরাফিল আরো অভিযোগ করে বলেন, “তুষার বলেন— ‘তোমার বিষয়ে ডিবি অফিসার আমাকে প্রশ্ন করলে আমি বলেছি, তুমি আমার গার্লফ্রেন্ড।’ একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের ভ্রান্ত তথ্য প্রদান চরম দায়িত্বজ্ঞানহীনতা এবং আমার সামাজিক মর্যাদাকে হেয় করার শামিল।”
এ বিষয়ে একটি নিরপেক্ষ, নারীবান্ধব এবং স্বাধীন তদন্ত কমিটি গঠন করে সারোয়ার তুষারের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী নীলা ইসরাফিল। একই সঙ্গে নারী কর্মীদের জন্য স্বচ্ছ, নির্ভরযোগ্য ও কার্যকর অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন তিনি।
লাস্টনিউজবিডি/জে আই
সারাদিনের শিরোনাম এবং হাইলাইট, প্রতিদিন সকালে সরাসরি আপনার কাছে।
ইমেইল :
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কপিরাইট © ২০২৫লাস্ট নিউজ বিডি