সেই টুপি নিয়ে কারা তদন্ত কমিটির ভিন্ন সুর

লাস্টনিউজবিডি,৩০ নভেম্বর: হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ইসলামিক স্টেট (আইএস)-এর লোগো সংবলিত টুপি কারাগার থেকে নিয়ে আসেনি বলে নিশ্চিত হয়েছে কারা কর্তৃপক্ষের তদন্ত কমিটি।
কারা অধিদপ্তরের তদন্ত কমিটির এক সদস্য গণমাধ্যমকে এই বিষয়টি জানিছেন।
বুধবার চাঞ্চল্যকর হলি আর্টিজান মামলার রায় ঘোষণা পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মাথায় থাকা আইএস সদস্যদের ব্যবহৃত ঢংয়ের আদলে কালো টুপি পরা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় কারা অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।
মো. টিপু সুলতান বলেন, কারা বিধি অনুযায়ী, কোনো আসামিকে কারাগার থেকে বের করে আদালতে নেয়ার সময় এবং আদালত থেকে আবার কারাগারে প্রবেশ করানোর সময় খুবই সতর্কতার সঙ্গে তল্লাশি করে দেখা হয়। আমরা তদন্ত করে দেখেছি, হলি আর্টিজান হামলার রায়ের দিনেও আসামিদের তল্লাশি করে আদালতে পাঠানো হয়েছে এবং তল্লাশি করে কারা অভ্যন্তরে প্রবেশ করানো হয়েছে। এ সময় জঙ্গিদের কাছে কোনো ধরনের টুপির অস্তিত্ব পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বুধবার দুপুর ১২টার পর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান হলি আর্টিজান হামলা মামলার রায় ঘোষণা করেন। রায়ে যে সাত জঙ্গিকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে তাদের একজন রিগ্যান। ওইদিন সকালে আরও সাত আসামির সঙ্গে রিগ্যানকেও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। সকাল ১০টা ২৩ মিনিটে যখন তাদের প্রিজন ভ্যান থেকে নামানো হয়, তখন রিগ্যানের মাথায় কোনো টুপি ছিল না। প্রিজন ভ্যান থেকে নামিয়ে তাদের রাখা হয় আদালতের হাজতখানায়। দুপুর ১২টার দিকে রায় ঘোষণার আগে হাজতখানা থেকে যখন আসামিদের এজলাসে নেয়া হয়, ঠিক তখন রিগ্যানের মাথায় দেখা যায় কালো একটি টুপি। সেই টুপিতে কোনো ধরনের চিহ্ন বা প্রতীক দেখা যায়নি। তবে রায়ের পর এজলাস থেকে যখন বের করা হয় আসামিদের, তখন রিগ্যানসহ দুই জঙ্গির মাথায় অন্য একটি টুপি দেখা যায়। ওই টুপিতে যে প্রতীক খচিত ছিল, সেটি জঙ্গি সংগঠন আইএস তাদের লোগো হিসেবে ব্যবহার করে থাকে।
আরও পড়ুন- সেই আইএস’র চিহ্ন সম্বলিত টুপির রহস্যজট খুলতে শুরু করেছে!
লাস্টনিউজবিডি/আনিছ
- ওয়ালটন এসি কিনে ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি পেলেন সুনামগঞ্জের ব্যবসায়ী
- পেঁয়াজ বিক্রি নিয়ে সরকার উদ্বিগ্ন: কৃষিমন্ত্রী
- পদ্মা ব্যাংকের সঙ্গে লাইফ ইনস্যুরেন্স করপোরেশনের চুক্তি
- এফসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিমের উদ্ধেগ প্রকাশ
- পদ্মা ব্যাংক লিমিটেড-এর বিমা দাবির চেক হস্তান্তর
- নিজস্ব ব্র্যান্ডের গাড়ি তৈরিতে প্রগতিকে সহায়তা দেবে জাপানের মিটসুবিশি
সর্বশেষ সংবাদ
- নাচ বন্ধ করায় বিয়ে বাড়িতে তরুণীকে গুলি
- বরিশালে ৩ জনের লাশ উদ্ধার
- আজই মধুচন্দ্রিমায় যাচ্ছেন সৃজিত-মিথিলা
- ‘রুম্পা হত্যার শিকার’ এমন সন্দেহে তদন্তে পুলিশ
- ১৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার
- বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বৈঠক অনুষ্ঠিত
- বিয়ে সম্পন্ন, সৃজিত-মিথিলার নতুন অধ্যায় শুরু
- চট্টগ্রামে পেঁয়াজ বিক্রিতে নামছেন পুলিশের স্ত্রীরা
- বরগুনায় ধর্ষণের অভিযোগে আইনজীবী গ্রেফতার
- স্ত্রীর বিরুদ্ধে স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগ
- সুনামগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
- ঠাকুরগাঁওয়ে আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন