সেই আইএস’র চিহ্ন সম্বলিত টুপির রহস্যজট খুলতে শুরু করেছে!

লাস্টনিউজবিডি,২৯ নভেম্বর: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ডিবি) মো. মাহবুব আলম জানিয়েছেন, হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলা মামলার রায়ের দিনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিগ্যানসহ দুই জঙ্গির মাথায় যে টুপি ছিল সেটা কারাগার থেকেই আসছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তিনি এ বিষয়ে পুলিশের তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্বে আছেন।
বৃহস্পতিবার রাতে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মাহবুবুল আলম বলেন, রিগ্যান আইএসের টুপিটি কারাগার থেকে পকেটে করে নিয়ে এসেছিল। প্রাথমিক তদন্তে আমরা এ তথ্য পেয়েছি।
তিনি বলেন, কারাগার থেকে আসামিদের আদালতে পাঠানোর আগে সঠিকভাবে তল্লাশি করা হয়েছে। এতে কোনো গাফিলতি বা ফাঁক-ফোঁকড় ছিল না। আমাদের ভিডিও ফুটেজ দেখলেও তল্লাশির বিষয়টি প্রমাণ পাওয়া যাবে। যে টুপি নিয়ে কথা উঠছে, সেটির বিষয়ে আমরা কিছু বলতে পারব না। ওখানে যে পুলিশ সদস্যরা দায়িত্বে ছিলেন, তারা হয়তো বলতে পারবেন।
দেশের ইতিহাসের ভয়াবহতম হলি আর্টিজানে জঙ্গি হামলার মামলায় বুধবার (২৭ নভেম্বর) আট আসামির ৭ জনকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।
রায়ের পর আদালত থেকে বের করে আসামিদের প্রিজনভ্যানে তোলার সময় কয়েকজনের মাথায় আইএস’র প্রতীক সংবলিত টুপি দেখা যায়।
এ সময় আসামিরা ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে এবং এ রায় মানে না বলেও অকথ্য ভাষায় কথা বলতে থাকে। এ সময় জঙ্গিদের মাথায় আইএস’র টুপি এবং তাদের ‘আস্ফালনে’ বিস্মিয় প্রকাশ করেন অনেকেই।
এদিন দুপুর ১২টার দিকে রায় ঘোষণার আগে হাজতখানা থেকে যখন আসামিদের এজলাসে নেওয়া হয়, ঠিক তখন রিগ্যানের মাথায় দেখা যায় কালো একটি টুপি। সেই টুপিতে কোনো ধরনের চিহ্ন বা প্রতীক দেখা যায়নি। তবে রায়ের পর এজলাস থেকে যখন বের করা হয় আসামিদের, তখন রিগ্যানের মাথায় অন্য একটি টুপি দেখা যায়। ওই টুপিতে যে প্রতীক খচিত ছিল, সেটি মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) তাদের লোগো হিসেবে ব্যবহার করে থাকে।
কেন্দ্রীয় কারাগার থেকে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নিয়ে আসা এবং আদালতের হাজতখানাসহ এজলাস পর্যন্ত যে কঠোর নিরাপত্তা ছিল, তার মধ্যেই রিগ্যানের পকেটে সেই আইএস টুপি কিভাবে এলো, তা নিয়ে তোলপাড় ওঠে সারাদেশে।
লাস্টনিউজবিডি/আনিছ
- এই ৩ ব্যক্তিকে খুঁজছে পুলিশ
- এই মাসের মাঝামাঝিতে দুই সিটি নির্বাচনের সিডিউল ঘোষণা
- ওজন ও পরিমাপে কারচুপির দায়ে ৬ পেট্রোল পাম্প বন্ধ
- মিরপুরে বাসা থেকে জোড়া লাশ উদ্ধার
- পদত্যাগ করতে আমার ১ সেকেন্ড লাগবে না: বাণিজ্যমন্ত্রী
- শাহজালালে সাড়ে ৮ কেজি স্বর্ণসহ যাত্রী আটক
সর্বশেষ সংবাদ
- বরিশালে ৩ জনের লাশ উদ্ধার
- আজই মধুচন্দ্রিমায় যাচ্ছেন সৃজিত-মিথিলা
- ‘রুম্পা হত্যার শিকার’ এমন সন্দেহে তদন্তে পুলিশ
- ১৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার
- বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বৈঠক অনুষ্ঠিত
- বিয়ে সম্পন্ন, সৃজিত-মিথিলার নতুন অধ্যায় শুরু
- চট্টগ্রামে পেঁয়াজ বিক্রিতে নামছেন পুলিশের স্ত্রীরা
- বরগুনায় ধর্ষণের অভিযোগে আইনজীবী গ্রেফতার
- স্ত্রীর বিরুদ্ধে স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগ
- সুনামগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
- ঠাকুরগাঁওয়ে আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন
- চিরনিদ্রায় শায়িত হলেন মাহফুজুর রহমান