বর্তমান সরকার ব্যবসা-বাণিজ্য বান্ধব সরকার: সালমান এফ রহমান

লাস্টনিউজবিডি,২৬ নভেম্বর: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশ এখন দেশী এবং বিদেশী বিনিয়োগকারীদের জন্য একটি অন্যতম গন্তব্যস্থল। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার একটি ব্যবসা-বাণিজ্যবান্ধব একটি সরকার। ক্ষুদ্র, মাঝারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে বিভিন্ন প্রণোদনার পাশাপাশি সম্ভাব্য বিনিয়োগের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন কর্মকর্তা ও কূটনৈতিকদের নিয়ে কাজ করছে।
আজ রাজধানীর এক হোটেলে এফবিসিসিআই এবং কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিএসিসিআই)-এর যৌথ আয়োজনে দুদিনব্যাপী শুরু হওয়া ৩৩তম CACCI Conference-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এবং সিএসিসিআই সভাপতি মি. সামির মোদি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে এফবিসিসিআই সহ-সভাপতিবৃন্দ, পরিচালকবৃন্দ এবং এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতিসহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ি ও শিল্পপতিবৃন্দ অংশ নেন।

বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাকে ইতিবাচক উল্লেখ করে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোকে সরাসরি বিনিয়োগের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা।
এছাড়াও সালমান রহমান জানান, সরকার সারা দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবং দেশের অবকাঠামোগত উন্নয় ২০৩০ সালের মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে । এই সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ সরকারের দেয়া বিনিয়োগ সুবিধাগুলো কাজে লাগিয়ে সালমান রহমান এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশেগুলোকে সরাসরি বিনিয়োগের আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি শেখ ফাহিম তাঁর বক্তব্যে বাংলাদেশের স্থিতিশীল ম্যাক্রো-ইকনোমিক প্রবৃদ্ধিসহ গত কয়েক দশকে দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়ার চিত্র তুলে ধরেন। এফবিসিসিআই সভাপতি দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, দ্রুত অগ্রসরমান উন্নয়ন প্রকল্পসমূহ, বেসরকারি খাতের শীর্ষ সংগঠন হিসেবে বিভিন্ন নীতি প্রণয়নে সরকারের সাথে এফবিসিসিআইয়ের অংশীদারত্ব এবং দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সরকারি-বেসরকারি খাতের যৌথ উদ্যোগের বিষয়ে অবহিত করেন। বর্তমান সময়ের চাহিদা অনুযায়ি বিশষ করে সরকারের চতূর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে জ্ঞান বিনিময়, কৃত্তিম বুদ্ধিমত্তা, SDG বাস্তবায়ন, reskilling, প্রযুক্তি বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত নিয়ে এফবিসিসিআই কাজ করছে বলেও জানান এফবিসিসিআই সভাপতি।
সিএসিসিআই সভাপতি মি. সামির মোদি তাঁর বক্তব্যে বলে যে, বাণিজ্য, বিনিয়োগ, নতুন প্রযুক্তির উদ্ভাবন এবং সংস্কারের মাধ্যমে এশিয়া-প্রশান্ত মহাসাগীয় অঞ্চল এখন বিশ্বে বৃহস্ততম এবং দ্রুত বিকাশমান অর্থনীতিকে নেতৃত্ব দিচ্ছে। সাম্প্রতিক এই অগ্রগতি বজায় থাকলে অঞ্চলটি ভবিষ্যৎ বিশ্ব অর্থনীতিকে নেতৃত্ব দেবে বলেও উল্লেখ করেন মি. সামির মোদি। তিনি বলেন আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগীতা এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করে তুলছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সঞ্চালনায় সিএসিসিআই-এর সদস্য দেশগুলোর বিভিন্ন সফল উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত ‘‘Discover Business Opportunities Through CACCI” সেশনের মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
এই সেশনে উদ্যোক্তারা তাদের নিজ নিজ দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগগুলো নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও বিভিন্ন দেশের বক্তাদের নিয়ে আরও ৩টি সেশন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৭ টি দেশের শীর্ষস্থানীয় চেম্বার অব কমার্স, শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ, অর্থনীতিবীদ, পলিসি মেকার এবং তিনশ’রও বেশি ব্যবসায়ী প্রতিনিধীদের নিয়ে দুদিনব্যাপী ৩৩তম CACCI Conference শুরু হয়েছে। অস্ট্রেলিয়া, হংকং,ভারত, ইরান, জাপান, নেপাল, পানামা, ফিলিপাইনস, রাশিয়া, শ্রীলংকা, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ ১৫টি সিএসিসিআই সদস্য দেশগুলোর ৫৫ জন অংশগ্রহণকারী অংশ নিয়েছে।
দুদিনের এই সম্মেলনে “Business Opportunities through CACCI”, “Asia Pacific in a Changing Global Order: The Next Decade”, “Technologies Transforming Economies”, “In Pursuit of Equitable and Sustainable Growth,” and “Building an Enabling Environment for Inclusive Digital Transformation in the Asia-Pacific,” in addition to breakout sessions on “Promoting Entrepreneurship”, “Achieving Food Security and Food Safety”, “Overcoming the Digital Gender Divide” and “Promoting SME Development” সেশনগুলো অনুষ্ঠিত হবে।
লাস্টনিউজবিডি/আনিছ
- পুলিশের বিরুদ্ধে মাদকের অভিযোগ প্রমাণিত হলে ছাড় নেই: আইজিপি
- সচিবালয়ের চারপাশ হর্ন বিহীন এলাকা হিসেবে ঘোষণা
- সচিবালয়ের চারপাশে অপ্রয়োজনীয়ভাবে হর্ন বাজালে ১ মাস কারাদন্ড
- নিয়ন্ত্রণহীন পেঁয়াজের বাজার নিয়ে কাজ করছি: দুদক চেয়ারম্যান
- সরকারি চাকরিজীবীদের দেরিতে কর্মস্থলে উপস্থিতির বিষয়ে কড়াকড়ি
- সঠিকভাবে মামলা তদন্তের জন্য পুলিশ সুপারদের প্রতি আইজিপির নির্দেশ
সর্বশেষ সংবাদ
- বিএনপি-জামায়াতের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে: নাসিম
- রাজাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষতি
- তৌফিক ইমরোজ খালিদীর ৫০ কোটি টাকা ফ্রিজের নির্দেশ
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের জাতীয় চলচিত্র পুরস্কার ২০১৭ ও ২০১৮ প্রদান অনুষ্ঠানে শাকিব খানকে শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্র ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন।- পিআইডি।
- পুলিশের বিরুদ্ধে মাদকের অভিযোগ প্রমাণিত হলে ছাড় নেই: আইজিপি
- বর দেরিতে আসায় পাশের বাড়ির যুবককে বিয়ে করে ফেললেন কনে!
- ফেনীতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত
- ছাত্রলীগের কথায় পদত্যাগ করবে না ভিপি নুর
- অভিনয় ও যৌনতা কার্তিকের কাছে পাউরুটি আর মাখনের মতো!
- সরকারের লক্ষ্য চলচ্চিত্র শিল্পের স্বর্ণযুগ ফিরিয়ে আনা: তথ্যমন্ত্রী
- যে ৫ নিয়ম মেনে চললে প্রেম সফল হতে বাধ্য
- তথ্য-প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন সমস্যার সমাধান করতে হবে: পলক