ডিআরইউ’র নির্বাচনে ভোটগ্রহণ চলছে

লাস্টনিউজবিডি, ৩০ নভেম্বর: ঢাকায় কর্মরত পেশাদার রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ শনিবার সকাল ৯টায় সাগর-রুনি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়।
ঢাকার বিভিন্ন দৈনিক, টেলিভিশন, অনলাইন ও রেডিওতে কর্মরত এক হাজার ৬৩৫ জন পেশাদার রিপোর্টার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট প্রয়োগ করবেন।

২০২০ সাল মেয়াদের এ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের মধ্যে চারটি সম্পাদকীয় পদে চারজন একক প্রার্থী থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৭টি পদের বিপরীতে ৩৪জন প্রার্থী নির্বাচনী মাঠে থাকলেও শেষ মুহূর্তে সভাপতি পদে রাজু আহমেদ ও শামসুল হক বসুনিয়া ব্যক্তিগতভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
এবার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, অর্থসম্পাদক জিয়াউল হক সবুজ, নারী সম্পাদক রীতা নাহার, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন, ডিআরইউর সাবেক সহ সভাপতি ও ইংরেজী দৈনিক ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম আজাদ, বিবার্তা টুয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি শাহনেওয়াজ দুলাল ও দৈনিক আজকালের খবর পত্রিকার প্রধান প্রতিবেদক শরিফুল ইসলাম বিলু। সহ সভাপতি পদে রাশেদুল হক, ওসমান গণি বাবুল ও নজরুল কবির।
সাধারণ সম্পাদক পদে যে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সবাই এর আগে বিভিন্ন মেয়াদে ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তারা হলেন-রিয়াজ চৌধুরী, নূরুল ইসলাম হাসিব ও শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল)।

যুগ্ম সম্পাদক পদে দু’জন প্রার্থী হলেন- দৈনিক জাগরণ’র মেহদী আজাদ মাসুম ও ডেইলি স্টারের হেলিমুল আলম বিপ্লব। সাংগঠনিক সম্পাদক পদে দু’জন প্রার্থী হলেন, দৈনিক ইনকিলাবের মাইনুল হাসান সোহেল ও দৈনিক সময়ের আলোর হাবীব রহমান।
এছাড়া দপ্তর সম্পাদক পদে মো. জাফর ইকবাল ও জান্নাতুল ফেরদৌস পান্না। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আব্দুল হাই তুহিন ও মাইদুর রহমান রুবেল। তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন সুমন ও জান্নাতুল ফেরদৌসী মানু। ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা ও মো. মজিবর রহমান। সাংস্কৃতি সম্পাদক পদে মিজান চৌধুরী ও এমদাদুল হক খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাতটি কার্যনির্বাহী সদস্য পদের বিপরিতে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আমান উদ দৌলা, মঈনুল আহসান, আহমেদ মুশফিকা নাজনিন, আহমেদ সিরাজ, কামরুজ্জামান বাবলু, এম মুরাদ হোসেন, ইমরান হাসান মজুমদার, এসএম মিজান ও সায়ীদ আব্দুল মালিক।
আরও পড়ুন: রাত পোহালেই ডিআরইউয়ের ভোট
ডিআরইউ নির্বাচনের জন্য গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন নিউজ টুডের সাবেক সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ। অন্য সদস্যরা হলেন বিএফইউজের সাবেক সভাপতি এম শাহজাহান মিয়া, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের, সাংবাদিক নেতা এম এ আজিজ।
লাস্টনিউজবিডি/এস এম সবুজ
- ১৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার
- বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বৈঠক অনুষ্ঠিত
- মুজিববর্ষে ঢাকা আসবেন মোদি, সোনিয়া ও প্রণব
- মিয়ানমারের সমুদ্রসীমায় ১৭ বাংলাদেশি আটক
- সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নিহত
- সিনেমাটোগ্রাফার মাহফুজুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সর্বশেষ সংবাদ
- নাচ বন্ধ করায় বিয়ে বাড়িতে তরুণীকে গুলি
- বরিশালে ৩ জনের লাশ উদ্ধার
- আজই মধুচন্দ্রিমায় যাচ্ছেন সৃজিত-মিথিলা
- ‘রুম্পা হত্যার শিকার’ এমন সন্দেহে তদন্তে পুলিশ
- ১৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার
- বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বৈঠক অনুষ্ঠিত
- বিয়ে সম্পন্ন, সৃজিত-মিথিলার নতুন অধ্যায় শুরু
- চট্টগ্রামে পেঁয়াজ বিক্রিতে নামছেন পুলিশের স্ত্রীরা
- বরগুনায় ধর্ষণের অভিযোগে আইনজীবী গ্রেফতার
- স্ত্রীর বিরুদ্ধে স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগ
- সুনামগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
- ঠাকুরগাঁওয়ে আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন