অপসারণের বিষয়ে যা বললেন তুরিন আফরোজ

লাস্টনিউজবিডি, ১১ নভেম্বর: পেশাগত অসদাচরণ, শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে ব্যারিস্টার তুরিন আফরোজকে অপসারণ করেছে সরকার।
আজ সোমবার দুপুরে তুরিনকে অপসারণ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির পর গণমাধ্যমের কাছে তিনি এ অভিযোগ করেন।
তুরিন আফরোজ বলেন, ‘আমাকে কোনো তদন্তের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়নি। আমাকে কেউ কিছু জিজ্ঞাসাও করেনি, কোনো কিছুই করা হয়নি। তো এক বছর চার-পাঁচ মাস পরে হঠাৎ করে…তদন্তে তো আত্মপক্ষ সমর্থনেরও একটি জায়গা থাকে। কোনো তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি না, সেটিও আমি জানি না।’
তিনি বলেন, ‘বিষয়টি এখন আমাকে লিগ্যালি দেখতে হবে। প্রসিডিংটা কী হয়েছে, আসলে কী হলো, কারণ একটি তদন্ত হওয়ার কথা ছিল, সেটিই আমি জানি। তবে আজ পর্যন্ত কোনো তদন্তের জন্য আমাকে ডাকা হয়নি।’
আরও পড়ুন: এশিয়ান এইজ পত্রিকার ৫ কর্মকর্তার বিরুদ্ধে মানহানির মামলা
প্রজ্ঞাপনে পেশাগত অসদাচরণ, শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের কথা বলা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তুরিন বলেন, ‘আমি তো আসলে জানি না, উনারা কি মিন করেছেন। এটি তো এক লাইনের লেখা। আমার জানা মতে, আমি কোনো অসদাচরণ করিনি, পেশাগত কোনো আইন ভঙ্গ করিনি। আমি আমার দায়িত্ব পালন করে গেছি।’
এই আইনজীবী বলেন, ‘যেটি নিয়ে ডিসপিউট ছিল, সে ডিসপিউটের তদন্ত হওয়ার কথা ছিল। এখন সে তদন্ত না হয়ে, আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে, যদি একপাক্ষিক একটি সিদ্ধান্ত হয় তাহলে তো আমার আইনগত অবস্থানটি আরেকবার বিবেচনা করে দেখতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাকে কেউ কিছুই এ পর্যন্ত জানায়নি। ৯ মে থেকে আজ পর্যন্ত এক বছরে একটিবারও আত্মপক্ষ সমর্থনের জন্য কোনোরকম এক্সপ্লেনেশন, কোনো কিছুই জানতে চাওয়া হয়নি।’
এদিকে তুরিন আফরোজের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধিতার অভিযোগ এনেছেন ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর জিয়াদ আল মালুম। তিনি বলেছেন, শুধুই পেশাগত অসদাচরণ নয়, তিনি ফৌজদারি অপরাধও করেছেন। তার কর্মকাণ্ড রাষ্ট্রবিরোধিতার সামিল। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুণালের বিচার কার্যক্রম রাষ্ট্রের জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তাই তার বিরুদ্ধে রাষ্ট্র শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করি।
লাস্টনিউজবিডি/নিরব
- উচ্চবেতনে ৬০ জনকে নিয়োগ দিবে সরকারি কর্ম কমিশন
- নিয়োগ দেবে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন
- পর্যটন করপোরেশনে পাঁচ পদে নিয়োগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে শিক্ষক নিয়োগ
- সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেবে আরএফএল
- বাংলাদেশ ব্যাংকে অফিসার পদে নিয়োগ
সর্বশেষ সংবাদ
- একনেকে ৭ প্রকল্প অনুমোদন
- ২ বছরের মধ্যে ডিএনসিসির সব সুবিধা মিলবে অনলাইনে: আতিক
- কুমিল্লায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- সু চি ও জেনারেলদের অবশ্যই জবাবদিহি করতে হবে, নোবেল বিজয়ীদের দাবি
- বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণের নির্দেশ
- আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু বিপিএল’
- কুড়িগ্রামে পৃথক ঘটনায় ২ শিশুসহ তিনজনের মৃত্যু
- জয়দেবপুর থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আটক
- ভিপি নুরের বিরুদ্ধে মানহানির মামলা তদন্তের নির্দেশ
- চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র প্রার্থী আবু সুফিয়ান
- ডিসেম্বর ও মার্চ মাস এলেই বিক্রী বাড়ে জাতীয় পতাকা’র
- কলাপাড়ায় ৭৫ মন জাটকা ইলিশ সহ ট্রাক জব্দ, আটক ১