খাশোগির জীবনের শেষ মুহূর্তের অডিও প্রকাশ

লাস্টনিউজবিডি,১১ সেপ্টেম্বর: সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগজিকে হত্যার আগে এক সৌদি ফরেনসিক বিশেষ তাকে ‘কোরবানির পশু’ বলে বর্ণনা করেছিল।
ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভেতরে তাকে হত্যার জন্য সৌদি আরব থেকে একটি ‘ঘাতক দল’ এসে হাজির হয়েছিল।
এসব তথ্যই প্রকাশিত হয়েছে তুরস্কের এক সংবাদপত্রে।
তুরস্কের ডেইলি সাবাহ পত্রিকা বুধবার খাসোগজির জীবনের শেষ মুহূর্তের এই কথিত অডিও রেকর্ডিং-এর বিষয়বস্তু প্রকাশ করেছে।
পত্রিকাটি বলছে, সৌদি কনস্যুলেটের ভেতরে এই অডিও রেকর্ডিং ধারণ করা হয়েছে এবং তুর্কী গোয়েন্দা সংস্থা এটি সংগ্রহ করেছে।
গত বছর অক্টোবর মাসে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের মধ্যে খাসোগজিকে হত্যার ঘটনা নিয়ে বিশ্বজুড়ে তুমুল তোলপাড় হয়।
খাসোগজি সৌদি রাজপরিবারের একজন কঠোর সমালোচক ছিলেন এবং মৃত্যুর আগে বেশ ক’বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।
সৌদি সরকার এবং রাজপরিবার সব সময় খাসোগজির হত্যাকাণ্ডে তাদের হাত থাকার কথা অস্বীকার করে আসছে। এই ঘটনায় অভিযুক্ত কয়েকজনকে আটক করে সৌদি আরবে তাদের বিচারও শুরু হয়েছে।
এর আগে তুর্কী পত্রিকা সাবাহ্ জামাল খাসোগজির রহস্যময় খুনের ব্যাপারে একাধিক রিপোর্ট প্রকাশ করেছে যা নিয়ে দুনিয়াজোড়া হেডলাইন হয়েছে।
তবে তার দু’একটি রিপোর্ট নিয়ে বিতর্কও ছিল।
চলতি সপ্তাহেও পত্রিকাটি, তার ভাষায়, সৌদি ‘ঘাতক দল’-এর কথিত তৎপরতার ওপর দুটি খবর ছাপিয়েছে।
পত্রিকার সর্বশেষ খবরটি ছিল সৌদি কনস্যুলেটের ভেতর অডিও রেকর্ডিং-কে ভিত্তি করে।
এতে বলা হয়েছে, জামাল খাসোগজি সৌদি কনস্যুলেটে পৌঁছানোর আগে সৌদি আরব থেকে আসা ঘাতক দলের সদস্য একজন ফরেনসিক বিশেষজ্ঞ খাসোগজিকে ‘কোরবানির পশু’ বলে বর্ণনা করেছিল।
সাবাহ্ বলছে, কনস্যুলেটে ঢোকার পর কিছু একটা আঁচ করে খাসোগজির সন্দেহ হয়। এসময় তাকে বলা হয় তার বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাই তাকে সৌদি আরবে ফেরত যেতে হবে।
কিন্তু তিনি সেই হুকুম মানতে চাননি। এই সময় তিনি তার ছেলেকে একটি টেক্সট মেসেজ পাঠান। এর পরেই তাকে ওষুধ দিয়ে অচেতন করা হয় বলে সাবাহ্ তার খবরে দাবি করছে।
জ্ঞান হারানোর আগে তিনি তার কথিত ঘাতকদের উদ্দেশ্য করে বলেন তার হাঁপানি রয়েছে সেকারণে তার মুখ যেন বেঁধে ফেলা না হয়।
সাবাহ্ খবরে বর্ণনা করা হয়, এরপর কীভাবে খাসোগজির মাথা একটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। প্রাণ রক্ষার্থে তার ছটফটানির শব্দও রেকর্ড হয়।
তারপর যেভাবে খাসোগজির মাথা কেটে ফেলা হয় সেই শব্দও রেকর্ড হয় বলে সাবাহ্ তার খবরে অভিযোগ করেছে।
খাসোগজির হত্যাকাণ্ডের কথিত অডিও রেকর্ডিং-এর অস্তিত্ব নিয়ে গত এক বছর ধরেই গুঞ্জন চলছিল। সাবাহ্ প্রকাশিত প্রতিবেদনটি সত্যি হলে সেই গুঞ্জন বাস্তব বলে প্রমাণিত হবে।
তবে তুরস্কের সরকারি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এর আগেই এসব অডিওর অস্তিত্বের কথা জানিয়েছিলেন তারা এসব অডিও বিভিন্ন দেশের কাছে পাঠিয়েছেন বলেও জানান।
কিন্তু এই অডিও রেকর্ডিং কীভাবে ঐ সংবাদপত্রের হাতে গিয়ে পৌঁছল তা অবশ্য স্পষ্ট নয়।
জামাল খাসোগজির হত্যাকাণ্ডের পর প্রায় এক বছর পার হয়েছে। কিন্তু আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও তার মৃতদেহ এখনও উদ্ধার করা যায়নি।
চলতি বছর গোড়ার দিকে জাতিসংঘের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক একজন বিশেষজ্ঞ অ্যাগনেস ক্যালামার্ড খাসোগজির মৃত্যুকে ‘উদ্দেশ্যপ্রণোদিত, সুপরিকল্পিত খুন’ বলে বর্ণনা করেন এবং বলেন যে সৌদি আরব রাষ্ট্র এর জন্য দায়ী। তিনি ঐ হত্যাকাণ্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। সূত্র- বিবিসি বাংলা।
লাস্টনিউজবিডি/আনিছ
- জনপ্রিয় সঙ্গীত পরিচালক পৃথ্বীরাজ আর নেই
- ফুলশয্যায় ব্যস্ত বর-বউয়ের ঘরে হঠাৎ দাদিমা, তারপর…(ভিডিও)
- পেঁয়াজের দুল উপহার দিয়ে স্ত্রীর মুখে হাসি ফোটালেন অক্ষয়!
- বর্তমানে প্রফেশনাল যৌনকর্মী দিয়ে ছবি বানানো হচ্ছে : বিস্ফোরক মন্তব্য পপির
- ঊর্বশীর এক রাতের মূল্য তিন কোটি টাকা!
- আগে কখনও এতটা নার্ভাস হইনি: জেনেভায় মিথিলা
সর্বশেষ সংবাদ
- প্রতি ৮ জনের মধ্যে ১ জন মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত: চাঞ্চল্যকর রিপোর্ট
- ঝিনাইদহে ৬ ভারতীয় আটক
- কলম নিয়ে ঝগড়া করে সহপাঠীকে খুন করল অষ্টম শ্রেণীর ছাত্রী
- জনপ্রিয় সঙ্গীত পরিচালক পৃথ্বীরাজ আর নেই
- কীর্তনখোলায় লঞ্চ-কার্গো সংঘর্ষে কার্গো ডুবি
- দিনে ১০ বার সঙ্গম, ‘বখাটে’ হাঁসের যৌনাঙ্গ কাটলেন ডাক্তারেরা
- ব্যাংকের ভিতরে যৌন সঙ্গমের জেরে বরখাস্ত ২
- রাজাকারদের তালিকা প্রকাশ হচ্ছে আজ
- নেটদুনিয়ায় ভাইরাল: পেনিস ফিসে ছেয়ে গেছে সমুদ্র সৈকত
- রাজাকারদের তালিকা প্রকাশ আজ
- উইগুর মুসলিমদের সমর্থনে ওজিলের মন্তব্যে চীনে ক্ষোভ
- বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ক্ষনগণনা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী