রাজধানীতে কখন-কোথায় ঈদের জামাত

লাস্টনিউজবিডি, ১১ আগস্ট: ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ কাল। ঈদ উদযাপনের আনন্দ মূলত শুরু হয় ঈদের নামাজ পড়ার মধ্য দিয়ে। ঈদুল আজহায় দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়।
রাজধানীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এখানে ৯০ হাজার থেকে ১ লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই জামাতের আয়োজন করেছে। জাতীয় ঈদগাহে নারীদের জন্যও ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।
এ ছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
তবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় জামাতের আয়োজন করা হয়েছে। এখানে মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের হুইপ, সাংসদ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিরা জামাতে অংশ নেবেন। এ ছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হবে ঈদুল আজহার জামাত।
সকাল ৭টায় : পুরান ঢাকার লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদ, উত্তরা ৩ নম্বর সেক্টরের মসজিদ আল মাগফেরার প্রথম জামাত ও কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের প্রথম জামাত।
সকাল সাড়ে ৭টায় : চিশতিয়া সাইদিয়া দরবার শরিফ জামে মসজিদ, মগবাজার বিটিসিএল (সাবেক টিঅ্যান্ডটি) কলোনি জামে মসজিদ, মোহাম্মদপুরের মসজিদ এ তৈয়্যেবিয়া, পশ্চিম আগারগাঁও দারুল ইমান জামে মসজিদ, যাত্রাবাড়ীর মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়ার প্রথম জামাত, মোহাম্মদপুর কৃষি বাজার তাহেরিয়া জামে মসজিদ, এলিফ্যান্ট রোডের এরোপ্লেন মসজিদ, খিলগাঁও পল্লীমা সংসদ ময়দান, ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ (বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের ঈদের জামাত)।
আরও পড়ুন: এবার ডেঙ্গু কেড়ে নিলো প্রাথমিক শিক্ষিকার প্রাণ
সকাল ৮টায় : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের প্রথম জামাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রধান ফটকসংলগ্ন মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের লন ও গিয়াসউদ্দিন আহমেদ আবাসিক এলাকার বায়তুস সালাম জামে মসজিদ, লক্ষ্মীবাজারের নুরানি জামে মসজিদ, কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় জামাত, উত্তরা ৩ নম্বর সেক্টরের মসজিদ আল মাগফেরার দ্বিতীয় জামাত, ধানমন্ডি ঈদগাহ ময়দান, মতিঝিল দেওয়ানবাগ শরিফে প্রথম জামাত।
এ ছাড়া সকাল সাড়ে ৮টায় মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়ার দ্বিতীয় জামাত। সকাল ৮টা ৪৫ মিনিটে কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের তৃতীয় জামাত। সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের দ্বিতীয় জামাত। সকাল সাড়ে ৯টায় মতিঝিল দেওয়ানবাগ শরিফে দ্বিতীয় জামাত। সকাল ১০টায় মতিঝিল দেওয়ানবাগ শরিফে তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।
লাস্টনিউজবিডি/নিরব
- জানেন, কেন বিরিয়ানির হাঁড়ি লাল কাপড়ে মোড়া থাকে?
- ভুলেও বিয়ের আগে খাবেন না যেসব খাবার
- কান ধরে ওঠবোস করলেই উপকার!
- বেঁটে নারী আর লম্বা পুরুষেই রোমান্স খানিক বেশি
- দেহব্যবসার সঙ্গে জড়িত ছিলো যেসব অভিনেত্রীরা!
- যে ৫ অঙ্গ বড় হলে নারীদের সৌভাগ্যবতী ভাবা হয়!
সর্বশেষ সংবাদ
- যেভাবে বুঝবেন আপনার শরীরে থাইরয়েড রোগ
- রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- শহীদ বুদ্ধিজীবী দিবসে ভৈরব টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভা
- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে জনবল নিয়োগ
- কেরানীগঞ্জের আগুনে আরও ৩ জনের মৃত্যু
- চাকরি দেবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
- আ.লীগের ভেতরে থাকা রাজাকারের তালিকা করতে হবে: গাফফার চৌধুরী
- কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা
- জনপ্রিয় হিন্দি গানে বেলিডান্স, ফেসবুক তোলপাড় যুবতীর
- বাগেরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফাঁকা বাড়িতে নিয়ে তরুণীকে ধর্ষণ
- মির্জাগঞ্জ উপজেলা সরকারি কর্মচারী ক্লাবের নতুন কমিটি গঠন