বিকল্পধারার মান্নানসহ ১২ জনের নামে দুদকের মামলা

লাস্টনিউজবিডি, ০৮ আগস্ট : অর্থ আত্মসাতের অভিযোগে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) এম এ মান্নানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) ৪৩ কোটি ১৫ লাখ ২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক।
বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ কমিশনের উপ-পরিচালক এস এম সাহিদুর রহমান বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য শ্চিত করেছেন।
মামলার অপর আসামিরা হচ্ছেন, প্রতিষ্ঠানটির সাবেক এমডি মো. মাহমুদ মালিক ও ইনামুর রহমান, সাবেক এসভিপি সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এভিপি আহমেদ করিম চৌধুরী, সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন, সাবেক কর্মকর্তা মো. সৈকত আজাদ, সাবেক প্রিন্সপাল অফিসার তানিজা মাজেদ, সাবেক অফিসার মাসুদ-উল-রেজা চৌধুরী, সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা আফ্রিদা আহসান, ডি আফরোজ সোয়েটার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের এমডি গোলাম জিলানী দিদার এবং ক্লিক টু ডিজাইনের এমডি মো. নাজমুল বাশার।
আরও পড়ুন: মাহী বি চৌধুরী ও তার স্ত্রীকে দুদকে ফের তলব
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মেজর (অব.) এম এ মান্নানসহ ১২ জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। মামলা নং ১০ ও ১১।
আরও পড়ুন: আমি কি মিথ্যা বলেছি? ব্যারিস্টার খোকনকে আইনমন্ত্রী
এ মামলার অভিযোগে বলা হয়, আসামির পরস্পর যোগসাজস করে বিআইএফসি থেকে ডি’ আফরোজ সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে দুটি ঋণ চুক্তির আওতায় বোর্ড সভায় অনুমোদনের অতিরিক্ত অর্থ উত্তোলন করে ২৮ কোটি ৮৪ লাখ ৩৫ হাজার ২৯৪ টাকা আত্মসাৎ করেছেন। মামলায় দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
লাস্টনিউজবিডি/ওবায়দুর
- পুরনো গাড়ি আমদানিতে শুল্কের পরিমাণ কমানোর দাবি বারভিডা’র
- আজ উন্নত দেশগুলো বাংলাদেশের উন্নয়নের দিকে তাকিয়ে থাকে: শিল্পমন্ত্রী
- বৈশ্বিক বাজার সম্প্রসারণে জার্মান বিনিয়োগ পেলো ওয়ালটন
- সিলেটের দক্ষিণ সুরমায় এক্সিম ব্যাংকের ১২৯তম শাখা উদ্বোধন
- ইসলামী ব্যাংকের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা
- কলারোয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখার শুভ উদ্বোধন
সর্বশেষ খবর
- চাকরি দেবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
- আ.লীগের ভেতরে থাকা রাজাকারের তালিকা করতে হবে: গাফফার চৌধুরী
- কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা
- জনপ্রিয় হিন্দি গানে বেলিডান্স, ফেসবুক তোলপাড় যুবতীর
- বাগেরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফাঁকা বাড়িতে নিয়ে তরুণীকে ধর্ষণ
- মির্জাগঞ্জ উপজেলা সরকারি কর্মচারী ক্লাবের নতুন কমিটি গঠন
- মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ মার্চ
- নেপালে বাস খাদে পড়ে ১৪ জন নিহত
- ড.অরূপ রতন মানস-এর সভাপতি, সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ
- সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ‘বাংলাদেশের লোক ছাড়া অন্য কেউ ঢুকলে তাদের বিদায় করে দেয়া হবে’