অঝোরে কাঁদলেন শামীম ওসমান

লাস্টনিউজবিডি, ১২ আগস্ট:নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল আজহায় পূর্ব ঘোষণা অনুযায়ী লাখো মুসুল্লির সমাগমে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ ও ঈদগাহ সংলগ্ন সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সকে একত্রিত করে এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ জামাত পূর্ব মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে শামীম ওসমান বলেন, আপনারা দয়া করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে (প্রধানমন্ত্রী) অনেক হায়াত দেন। তিনি যেন আরও সেবা করার সুযোগ পান।
শামীম ওসমান বলেন, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে অনেকের মা নেই, বাবা নেই। আমি আপনাদের কাছে আমার মা-বাবা ও ভাই-বোনের জন্য দোয়া ভিক্ষা চাই। আমিও আপনাদের প্রিয়জনদের জন্য দোয়া করছি।
তিনি আরও বলেন, আমার খুব ভয় লাগে বিশ্বাস করেন। আমি আগামীকাল বাঁচব কিনা জানি না। আমার ভয় হয় আগামীকাল আমি না থাকলে এই জামাত যদি বন্ধ হয়ে যায়। সেজন্য বলেছিলাম, আমরা এত টাকা খরচ করি অথচ আমরা বছরে দুইটা ঈদ জামাত করতে পারব না? কয় টাকা লাগে এই জামাত করতে? হয়তো দেড়-দুই কোটি টাকা লাগে।
আরও পড়ুন: গরু জবাই করতে গিয়ে চাপাতি পেটে ঢুকে প্রাণ গেল শিশুর
শামীম ওসমান বলেন, পুরাতন জেলা প্রশাসকের বিদায় এবং নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণের দিন অনুরোধ করলাম, এই জামাতের জন্য আপনারা একটা বরাদ্দ রাখেন। যাতে প্রতিবার এর থেকেও আরও বৃহৎ জামাত করতে পারি। কিন্তু কষ্টের সঙ্গে বলতে হয় সেখান থেকে কোনো উদ্যোগ নেয়া হয়নি। আল্লাহর পথে কাজ করেন। তা না করলে অহমিকা করে লাভ হবে না। কারণ আমরা চিরস্থায়ী না।
তিনি বলেন, ঈদগাহের পাশে কবরস্থানের মসজিদের জামাত ছিল ৮টায় কিন্তু সেটা সাড়ে ৭টায় করে দেয়া হয়েছে। এটা নিয়েও রাজনীতি করতে হয়? কি উদ্দেশ্য? আরে জামাত বড়-ছোট হওয়াতে আমার কি আসে যায়? আমার ইচ্ছা ছিল আল্লাহকে খুশি করা। আগামীবার নারীদের জন্যও জামাতের ব্যবস্থা করব। আমি থাকলেও সেটা হবে আমি না থাকলেও তারা ব্যবস্থা করবেন।
শামসুজ্জোহা স্টেডিয়াম, কেন্দ্রীয় ঈদগাহ ও ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের সমন্বয়ে এ ঈদের জামাতের আয়োজন করা হয়। সকাল ৮টায় জামাত শুরু হয়। জামাতে ইমামতি করেন চাষাঢ়া নূর মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস সালাম।
লাস্টনিউজবিডি/নিরব
- সুপরাহিট গানে তিন যুবতীর বেলিডান্স, ভাইরাল বুলেট গতিতে (ভিডিও)
- স্মার্ট বাঁদরের দম্পতি!
- মেয়েদের যে ৭ জিনিস লুকিয়ে দেখে ছেলেরা
- যে কারণে ঘুমের মধ্যেই মৃত্যু হতে পারে!
- পুরুষরা যে কারণে বেশি বয়সের নারীদের প্রেমে পড়ে!
- মাঝারি মাপের পুরুষাঙ্গই বেশি পছন্দ মহিলাদের!
সর্বশেষ সংবাদ
- বিটিসিএল এবং টেলিটক এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- দুদকের মামলায় ছেলেসহ শিল্পপতি আবুল হোসেন গ্রেফতার
- পদক পাচ্ছেন ডিজিসহ বিজিবির ৬০ সদস্য
- এসএ গেমস: প্রথম জয়ে টিকে থাকলো বাংলাদেশ
- বিনা ভাড়ায় কেন্দ্রে যেতে পারবেন ৬০ হাজার পরীক্ষার্থী
- বাংলাদেশের জন্য ভালোবাসায় সাড়া দিলেন গেইল ( ভিডিও)
- চিকিৎসকের ভুলে এক পরিবারে ৭ প্রতিবন্ধী
- যেসব চ্যানেলে দেখতে পাবেন বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান
- সঠিকভাবে মামলা তদন্তের জন্য পুলিশ সুপারদের প্রতি আইজিপির নির্দেশ
- ভিক্ষুকের মেয়েকে যৌন হয়রানির অভিযোগে মেম্বারের বিরুদ্ধে মামলা
- শেখ হাসিনা মেডিকেল কলেজে দুর্নীতি: তদন্ত শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়
- শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা আটক