লাঞ্চ করতে গিয়ে যেভাবে গ্রেফতার হলেন সাবেক ওসি মোয়াজ্জেম

লাস্টনিউজবিডি,১৬ জুন: আজ কৌশলে হাইকোর্ট চত্বরে প্রবেশ করার পর একজন আইনজীবীর মাধ্যমে মামলায় জামিনের আবেদন করেন সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন। তবে আগে থেকেই তাকে নজরদারিতে রেখেছিল পুলিশ। আদালত চত্বর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে শাহবাগ পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।
গ্রেফতারি পরোয়ানা এড়িয়ে ২০ দিন আত্মগোপনে ছিলেন মোয়াজ্জেম। মাদ্রাসাছাত্রী নুসরাতকে যৌন নিপীড়নের ঘটনায় জিজ্ঞাসাবাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় তিনি ছিলেন ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলার আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, ওসি মোয়াজ্জেমের দাড়ি-গোঁফ বড় ছিল। তাই প্রথমে তাকে তারা চিনতে পারেননি। কয়েকবারের চেষ্টায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
হাইকোর্টে সোনাগাজী থানার সাবেক এই ওসির সঙ্গে থাকা তার সাবেক গাড়িচালক মোহাম্মদ জাফর জানান, সকাল দশটায় তারা অ্যাডভোকেট সালমা ইসলামের চেম্বারে যান। সেখান থেকে আদালতে গিয়ে ডিজিটাল সিকিউরিটি আইনের মামলাটির শুনানির জন্য আবেদন করেন। দুপুর একটার দিকে আবেদনটিতে নম্বর পড়ে। নম্বর: ৪২৭৭০। এ সময় তাদের জানানো হয় সোমবার সকাল ১০টায় মামলাটির শুনানি হবে।
জাফর জানান, দুপুরের পর তিনি খাবার খেতে রেস্টুরেন্টে যান। ওই সময়ে পুলিশ তাকে ধরে নিয়ে আসে।
গ্রেফতারকারী দলে থাকা শাহবাগ থানার এক পুলিশ সদস্যও জানান, ওসি মোয়াজ্জেম আজ হাইকোর্টে এক আইনজীবীর চেম্বারে গিয়েছিলেন। সেখানে ডিবির একটি দল তাকে অনুসরণ করে। তা টের পেয়ে সেখান থেকে কৌশলে বের হয়ে আসেন মোয়াজ্জেম। পরে শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, গত ২৭ মার্চ ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের অভিযোগে তার মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী থানায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে মামলা করেন। এরপর অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের নামে নুসরাতের বক্তব্য ভিডিও করেন ওসি মোয়াজ্জেম। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও দেন তিনি।
লাস্টনিউজবিডি/আনিছ
- চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র প্রার্থী আবু সুফিয়ান
- শাহ আমানতে ২০ স্বর্ণের বারসহ আটক ১
- ১৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিল মিয়ানমার
- চট্টগ্রামে আওয়ামী লীগের সম্মেলনে ধাওয়া-পাল্টা ধাওয়া
- চট্টগ্রামে পেঁয়াজ বিক্রিতে নামছেন পুলিশের স্ত্রীরা
- ঘরের মেঝেতে মিলল কোটি টাকার ইয়াবা
সর্বশেষ সংবাদ
- খালেদা জিয়ার জামিন শুনানি আজ
- কেরানীগঞ্জের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৯
- নাগরিকত্ব বিল ভারতের ধর্মনিরপেক্ষ অবস্থানকে দুর্বল করবে: পররাষ্ট্রমন্ত্রী
- আমাদের আগামী দিনগুলো খুব চ্যালেঞ্জিং: ওবায়দুল কাদের
- কুড়িগ্রাম আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন নিয়ে চলছে জল্পনা-কল্পনা
- গলাচিপায় গ্রামীণ নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন
- বাল্য বিবাহ মুক্ত করতে ইসলামপুরে মানববন্ধন
- দেশের মানুষ পরিবহন সেক্টরের কাছে জিম্মি: হাইকোর্ট
- ডিএমপি’তে এডিসি ও এসি পদমর্যাদার ছয় কর্মকর্তার বদলি
- রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কাজ করছে যুক্তরাজ্য: রাষ্ট্রদূত
- অধ্যক্ষের কক্ষে বিষপানে কলেজ ছাত্রীর মৃত্যু
- পুলিশের পেশাদারিত্ব আস্থার জায়গায় এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী