পাকিস্তানের সামনে ২৩৮ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড

লাস্টনিউজবিডি,২৬ জুন: জেমস নিশামের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ২৩৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে নিউজিল্যান্ড। সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে ২৩৮ রান করতে হবে পাকিস্তানকে।
কিন্তু অবিশ্বাস্য দক্ষতায় দলকে ফেরালেন নেশাম ও গ্র্যান্ডহোম। ২৭তম ওভারে যখন উইলিয়ামসন আউট হয়ে যান তখন নিউজিল্যান্ডের স্কোর পাঁচ উইকেটে ৮৩। নেশাম ও গ্র্যান্ডহোম খাদের কিনারা থেকে উদ্ধার করেন দলকে। দুর্দান্ত খেলে ৯৭ রানে অপরাজিত ছিলেন নেশাম।
দলীয় মাত্র ৫ রানে ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে আমিরের শিকার হন মার্টিন গাপটিল। আর এরপরই যেন ধ্বসে পড়ে কিউই ব্যাটিং লাইন আপ। ২৪ রানের মাথায় কলিন মানরোকে নিজের প্রথম শিকার বানায় শাহীন। এরপর স্কোরবোর্ডে মাত্র ১৪ রান যোগ হওয়ার পর অভিজ্ঞ রস টেইলরকে বিদায় করেন এই পেসার। দুই উইকেট তুলে নিয়ে আরও ভয়ংকর হয়ে ওঠেন শাহীন শাহ। নিজের কোটার ১০ ওভারে ২৮ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট।
বৃষ্টির কারণে এজবাস্টনের আউটফিল্ড ছিল ভেজা। এ কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। তবে টস জিতেই বড় সংগ্রহের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে যায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারের প্রথম বলেই আমিরের বলে বোল্ড হন গাপটিল। মাত্র পাঁচ রানে বিদায় নেন তিনি।
শাহিন আফ্রিদির বলে হারিস সোহেলকে ক্যাচ দেন মুনরো। অন্যদিকে শাহিনের বলে টেলরের ব্যাট ছুঁয়ে বল চলে যায় সরফরাজের গ্লাভসে। মুনরো বিদায় নেন ১২ রানে এবং টেলর মাত্র তিন রানে আউট হন।
আজ জিতলেই প্রথম চারে নিজেদের অবস্থান নিশ্চিত করবে নিউজিল্যান্ড। নিশ্চিত হবে সেমিফাইনাল খেলা। অন্যদিকে আসরে টিকে থাকতে হলে আজ জিততেই হবে পাকিস্তানকে।
চলতি বিশ্বকাপে এটা দুই দলের সপ্তম ম্যাচ। ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটি ছাড়া কোনো ম্যাচ হারেনি কিউইরা। ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে নিউজিল্যান্ড।
পয়েন্ট তালিকায় পাকিস্তানের অবস্থান এখন সপ্তম। এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে পাকিস্তান পেয়েছে পাঁচ পয়েন্ট।
লাস্টনিউজবিডি/মারুফ
- ইমরুলের ব্যাটে জয়ে শুরু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের
- উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম
- আজ মাঠে গড়াচ্ছে ‘বঙ্গবন্ধু বিপিএল’
- আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু বিপিএল’
- মাঠেই সন্তানকে দুধ পান করিয়ে ভাইরাল ভলিবল খেলোয়াড়!
- জেনে নিন বিপিএলের টিকিটের দাম
সর্বশেষ সংবাদ
- খালেদা জিয়ার জামিন শুনানি আজ
- কেরানীগঞ্জের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৯
- নাগরিকত্ব বিল ভারতের ধর্মনিরপেক্ষ অবস্থানকে দুর্বল করবে: পররাষ্ট্রমন্ত্রী
- আমাদের আগামী দিনগুলো খুব চ্যালেঞ্জিং: ওবায়দুল কাদের
- কুড়িগ্রাম আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন নিয়ে চলছে জল্পনা-কল্পনা
- গলাচিপায় গ্রামীণ নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন
- বাল্য বিবাহ মুক্ত করতে ইসলামপুরে মানববন্ধন
- দেশের মানুষ পরিবহন সেক্টরের কাছে জিম্মি: হাইকোর্ট
- ডিএমপি’তে এডিসি ও এসি পদমর্যাদার ছয় কর্মকর্তার বদলি
- রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কাজ করছে যুক্তরাজ্য: রাষ্ট্রদূত
- অধ্যক্ষের কক্ষে বিষপানে কলেজ ছাত্রীর মৃত্যু
- পুলিশের পেশাদারিত্ব আস্থার জায়গায় এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী