তারেক রহমানের বিরুদ্ধে সাজা স্টেট স্পনসর্ড জাজমেন্ট: রিজভী

লাস্টনিউজবিডি,১১ অক্টোবর,নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যে সাজা হয়েছে তা স্টেট স্পনসর্ড জাজমেন্ট বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন রুহুল কবির রিজভী।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘বিএনপিকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্যই সরকারের বিশেষ ব্যক্তির মনোবাঞ্ছা পূরণে ২১ আগস্ট গ্রেনেড হামলার এই রায়। এই রায় উদ্দেশ্যপ্রণোদিত এ জন্য যে, একতরফা নির্বাচন করার জন্য এই রায় একটি কারাসাজি। সুতরাং বিএনপিসহ বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করার জন্যই কারো ইচ্ছা পূরণে বুধবার এই রায় দেওয়া হয়েছে। কিন্তু জনগণ এই রায় প্রত্যাখ্যান করেছে। এই রায়ের প্রতিবাদে তাৎক্ষণিভাবে সারাদেশে বিক্ষোভ করেছে বিএনপিসহ সাধারণ জনগণও।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, উপদেষ্ঠা জিয়াউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাস, সহ দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, মৎস্যজীবী দলের নেতা আরিফুর রহমান তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধান বিচারপতি এস কে সিনহাকে বন্দুকের জোরে তাড়িয়ে দেওয়া এবং সঠিক বিচার করতে গিয়ে জেলা জজ মোতাহার হোসেনকে দেশ ছাড়তে হয়েছে। সুতরাং বুধবার নিম্ন আদালত যদি সঠিক রায় দিতো তাহলে তাকেও দুর্ভাগ্য বরণ করতে হতো।’
বিএনপির এই নেতা আরো বলেন, ‘লক্ষীপুরে অ্যাডভোকেট নুরুল ইসলামকে প্রকাশ্যে খুন করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তথ্যমতে, এ পর্যন্ত দেশের বিভিন্ন কারাগার থেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে বিশেষ ক্ষমতায় প্রায় ৬ হাজারের মতো ভয়ঙ্কর আসামিদের ছেড়ে দেয়া হয়েছে। সুতরাং সরকার এবং সরকার নিয়ন্ত্রিত বিচার প্রক্রিয়া দুষ্টকে পালন করারই দায়িত্ব গ্রহণ করেছে। কাজেই যতদিন এই ভোটারবিহীন সরকার ক্ষমতায় থাকবে ততদিন কেউ ন্যায়বিচার পাবে না বলেই জনগণ মনে করে।’
সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাজা দেওয়ার প্রতিবাদ করায়, দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার, মিথ্যা মামলা ও রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে বলে দাবি করা হয়।
এ ছাড়া বাসায় বাসায় তল্লাশির নামে পুলিশি তাণ্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি করেন এবং বাসায় বাসায় পুলিশি তাণ্ডব বন্ধেরও জোর দাবি জানান রিজভী।
লাস্টনিউজবিডি / তাওহীদ
Comments are closed