বিএনপির সমাবেশের পর জাতীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি

লাস্টনিউজবিডি,২৫ সেপ্টেম্বর,নিউজ ডেস্ক: অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবিতে ‘বৃহত্তর জাতীয় ঐক্য’র কর্মসূচি প্রণয়ন করতে এতে যোগ দেওয়া জোটগুলোর লিয়াজোঁ কমিটি গঠন হচ্ছে।আগামী ২৯ সেপ্টেম্বর ঢাকায় বিএনপির সমাবেশের পর বৃহত্তর জাতীয় ঐক্যের লিয়াঁজো কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
আজ রাত সাড়ে আটটার দিকে তার বারিধারার বাসায় যুক্তফ্রন্ট-জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
বিএনপির প্রতিনিধি জানালেন, ২৯ সেপ্টেম্বর তাদের সমাবেশ আছে। তাদের অনুরোধের কারণেই তাদের সমাবেশের পর লিয়াজোঁ কমিটি গঠন করা হবে। সেই জনসভার মাধ্যমে আমাদের সঙ্গে ভবিষ্যৎ প্রক্রিয়া কী হবে, তা তারা বলবে। আশাকরি, ভবিষ্যতে আমরা আরও কাছাকাছি হতে পারবো।
বিএনপির সমাবেশে বি. চৌধুরী যাবেন কিনা এমন প্রশ্নে সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘আমাকে তো এখনও দাওয়াতই দেওয়া হয়নি।’
বিএনপির প্রতিনিধি দলের ভাইস-চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের বলেন, ‘বি. চৌধুরী সব বলে দিয়েছেন। ২৯ সেপ্টেম্বর আমাদের সমাবেশ আছে। ওই সমাবেশ থেকে আমাদের পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরবো।’
তিনি জানান, বিএনপির প্রস্তাবনা অনুসারে ২৯ সেপ্টেম্বরের পরই লিয়াজোঁ কমিটি হবে। এ ব্যাপারে বৈঠকের সবাই একমত হয়েছেন।
বি. চৌধুরী আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের ঐক্য ভারসাম্যের ভিত্তিতে হবে। যারা মুক্তিযুদ্ধের মানচিত্রকে এখনও অস্বীকার করে, তাদের বাদ দিয়ে বাংলাদেশের সবার সঙ্গে ঐক্য কামনা করি।
বি. চৌধুরী বলেন, আমরা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আর বর্তমান যে রাজনৈতিক অবস্থা তা নিয়ে আলোচনা করেছি। আমাদের ভবিষ্যৎ প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির সঙ্গে আমরা অনেক কাছাকাছি এসেছি।
লাস্টনিউজবিডি/আনিছ
Comments are closed