গুজব সৃষ্টিকারী ১২ শিবিরকর্মী গ্রেফতার

লাস্টনিউজবিডি,১০ সেপ্টেম্বর,নিউজ ডেস্ক: নিরাপদ সড়ক আন্দোলনে গুজব সৃষ্টিকারীর মূল হোতা তারেক আজিজসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । গতকাল রোববার রাজধানীর তেঁজকুনীপাড়া থেকে তাদের আটক করা হয়।
পুলিশের দাবি, তারা সবাই শিবিরকর্মী।
আজ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ মাসুদুর রহমান পিপিএম।
গ্রেপ্তারকৃতরা হলেন- তারেক আজিজ, মো. তারেক, জাহাঙ্গীর আলম, মো. মোজাহিদল ইসলাম, মো. আলা আমীন, মো. জহিরুল ইসলাম, মো. বোরহান উদ্দিন, ইফতেখার আলম, মো. মেহেদী হাসান রাজীব, মো. মাহফুজ, মো. সাইফুল্লাহ ও মো. রায়হানুল আবেদিন।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে বিভিন্ন স্কুল এন্ড কলেজের মনোগ্রাম সম্বলিত ১২ সেট ড্রেস, ১৩ টি ফিতা সহ আইডি কার্ড (উল্লিখিত শিক্ষা প্রতিষ্ঠানের সাথে গ্রেফতারকৃত ব্যক্তিদের শিক্ষা প্রতিষ্ঠানের কোন মিল নেই), হ্যান্ডমাইক, ম্যাগনিফাই গ্লাস, হাতুড়ি, স্ক্রু-ড্রাইভার, ৩টি ল্যাপটপ, ইসলামী ছাত্র শিবিরের কর্ম পদ্ধতি ও বিভিন্ন ফর্ম, শিবির কর্তৃক প্রকাশিত কিশোর কন্ঠসহ বিভিন্ন ইসলামী বই, বিভিন্ন কার্যক্রমের বিষয় লেখা ডায়েরী ও ফেসবুকে পোষ্টকৃত বিভিন্ন ভিডিও সহ স্থির ছবি উদ্ধার করা হয়। ফেসবুক ওয়ালে পোষ্টকৃত কিছু নমুনা যেমন জিগাতলাই কি হয়েছে স্টুডেন্টের মুখ থেকে শুনুন, ৪ জন মারা গেছে, ৪ জন ধর্ষন, শিক্ষা মন্ত্রীর গাড়ীর লাইসেন্স নাই, গাড়ী ভিতর মুড়ি, পুলিশ ঘুষ খায়, মন্ত্রী এমপি সবাই চোর।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গত ২৯ সেপ্টেম্বর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ২ জন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও চলমান আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন উস্কানী মূলক লেখা/পোষ্ট/ফটো/ভিডিও দ্বারা গুজব ছড়ায়। গত ৬ আগস্ট তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় ও অন্যান্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যলয়ের বহিরাগত ছাত্ররা একত্রিত হয়ে ৪০০ থেকে ৫০০ জন মিলে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের সামনে সরকার বিরোধী বিভিন্ন উত্তেজনাকর স্লোগান দিয়ে রাস্তায় নেমে আসে। উত্তেজিত শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে ও সরকার বিরোধী বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকে। উশৃংঙ্খল ছাত্ররা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। ছাত্রদের ইট পাটকেলের আঘাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পিআই আবু হাজ্জাজ পিপিএম, এসআই/ইমাম হোসেন, এএসআই/আজাদ, এএসআই/ ইব্রাহীম সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। ছাত্র আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করা ব্যক্তিদের মধ্যে অন্যতম মুল হোতা তারেক আজিজ ফেসবুক Time line এর মাধ্যমে কার্যক্রম পরিচালিত করত।
এ সংক্রান্তে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
লাস্টনিউজবিডি/আনিছ
Comments are closed