কূটনীতিকদের যা বললো বিএনপি

লাস্টনিউজবিডি,২৬ সেপ্টেম্বর,নিউজ ডেস্ক: কূটনীতিকদের সঙ্গে মঙ্গলবার রাতে বৈঠক করেছে বিএনপি। কূটনীতিকদের সম্মানে ডিনার পার্টির আয়োজন করা হলেও মূলত সেখানে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়। এ সময় বৃহত্তর জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
রাতে গুলশানে দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের বাসায় এ বৈঠক হয়।
বৈঠকে সম্প্রতি কোনো ঘটনা ছাড়াই হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলার বিষয়টিও কূটনীতিকদের অবহিত করা হয়।
ডিনারে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট ছাড়াও নরওয়ে, নেপাল, জাপান ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত, ডাকসুর সাবেক ভিপি সুলতান মুহাম্মদ মনসুর, মাহমুদুর রহমান মান্না, আ স ম রব উপস্থিত ছিলেন।
বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আবদুল কাইয়ুম উপস্থিত ছিলেন।
জানা গেছে, বৈঠকে আগামী নির্বাচন নিয়ে বিএনপি তাদের অবস্থান তুলে ধরে। নির্বাচনী পরিবেশ তৈরি হলে বিএনপি এতে অংশ নেবে। কিন্তু সরকার সেদিকে কোনো নজর দিচ্ছে না। এ সময় বৃহত্তর জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হয়। গণতন্ত্র পুনরুদ্ধারে ও ভোটের অধিকার রক্ষায় এ ঐক্য করা হয়েছে বলে জানানো হয়।
জানা গেছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি প্রক্রিয়া বিলম্ব, মিথ্যা মামলায় তাকে সাজা দেয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করেন তারা।
এ প্রসঙ্গে সম্প্রতি কোনো ঘটনা ছাড়াই হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলার বিষয়টিও কূটনীতিকদের অবহিত করা হয়।
লাস্টনিউজবিডি/তাওহীদ
Comments are closed