ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত প্রতিহত করা হবে

লাস্টনিউজবিডি,৩০ আগস্ট,নিউজ ডেস্ক: ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত প্রতিহত করা হবে। বাংলাদেশে ২০০১ সালের মতো ষড়যন্ত্রের নির্বাচন আর করতে দেওয়া হবে না। ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্রে কারা কোথায় বৈঠক করছেন তার সবই আমাদের জানা আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ইভিএম নিয়ে বিএনপির আপত্তির সমালোচনা করে কাদের বলেন, বিএনপি আসলে কী চায়? ইভিএমে তাদের আপত্তি কেন। সিটি নির্বাচনে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করে সফলতা এসেছে। এখানে আপত্তির কিছু নেই।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত ছিল, এতে কোনো সন্দেহ নেই। ইতিহাসের এই নৃশংস হত্যাকাণ্ডের কুশিলবদের জাতি ক্ষমা করবে না।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোকদিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শোকসভায় যোগ দিতে দুপুরে সিলেট পৌঁছান সেতুমন্ত্রী।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, খালিদ আহমদ চৌধুরী ও এনামুল হক শামীম প্রমুখ।
ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল সাহেব সংলাপ চান, আমরাও সংলাপ বিরোধী নই। কিন্তু কার সাথে সংলাপ হবে? এর আগে প্রধানমন্ত্রী তাদের নেত্রীকে সংলাপের জন্য টেলিফোন করে কী জবাব পেয়েছিলেন তা সবাই জানে। তার ছেলের মৃত্যুর পর সমবেদনা জানাতে বাসায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেদিন দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেদিনই আসলে সংলাপের দরজাও বন্ধ হয়ে গেছে।’
সিলেটের গুরুত্বপূর্ণ দুই সড়ক সিলেট-তামাবিল ও সিলেট-ভোলাগঞ্জ সড়কের সংস্কার ও নির্মাণ কাজ প্রক্রিয়াধীন আছে বলেও জানান সেতুমন্ত্রী।
লাস্টনিউজবিডি/আনিছ
Comments are closed