ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৯ দালাল আটক

শাহজাহান হেলাল,লাস্টনিউজবিডি,৩১ আগস্ট,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযানে ৯ দালাল র্যাবের হাতে আটক।
র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পর বিশেষ আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে ৩০ আগষ্ট বৃহস্পতিবার ১১টা হতে দুপুর ১টাপর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে দালাল চক্রের মোট ৯ জন সদস্য।
মোঃ রনি শেখ(২৮), পিতা-মোঃ মোসলেম শেখ, সাং-হাড়োকান্দি, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর, মোঃ নয়ন খান(৩৮), পিতাঃ মৃত আলমগীর খান, সাং-হাড়োকান্দি, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর, মোঃ রুবেল (২৪), পিতা-রশিদ শেখ, সাং-ঠেংগামারী, থানা-সদরপুর, জেলা-ফরিদপুর, ফারুক হোসেন(২৫), পিতা-মোঃ আব্দুল বারী মিয়া, সাং-নগরকান্দা, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর, ইব্রাহীম(২৮), পিতা-ইউসুফ আলী শেখ, সাং-ধুলদী বাজার, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর, সুফিয়া বেগম(৪৫), স্বামীঃ গোলাম সারোয়ার, সাং-পশ্চিম খাবাসপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর, ডালিম বেগম(৩২), স্বামী-মোঃ মোন্নাফ সরদার, সাং-পরানপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর, রজিনা আক্তার(৩০), স্বামী-মোঃ রেজাউল শেখ, সাং-বোখাইল, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর, মোঃ সুমন শেখ(২৪), পিতাঃ-লুৎফর শেখকে আটক করে ।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মোঃ হাফিজুর রহমান এর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ১নং থেকে ৮নং আসামীদের প্রত্যেককে ০২ মাসের বিনাশ্রম কারা দন্ড এবং ৯নং আসমাীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
লাস্টনিউজবিডি/আনিছ
Comments are closed