নিহত চালক-সহকারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

লাস্টনিউজবিডি, ২৬ আগস্ট, নাটোর: নাটোরের লালপুর উপজেলায় নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান ক্লিক মোড়ের সাদিয়া ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে হাইওয়ে পুলিশ। মামলায় দুর্ঘটনাকবলিত লেগুনার মালিক, চালক, সহকারী, লেগুনা মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাসের চালক ও মালিককে আসামি করা হয়েছে।
রবিবার সকালে লালপুর থানায় সাতজনকে আসামি করে মামলা হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইউছুব আলী বাদী হয়ে মামলাটি করেন। আসামিদের মধ্য লেগুনার চালক ও তার সহকারী দুজনই দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
লালপুর থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় বনপাড়া হাইওয়ে থানার এএআই ইউছুব আলী লালপুর থানায় এফআইআর করেন। মামলায় বনপাড়া লেগুনা স্ট্যান্ডের সভাপতি জাবেদ মোল্লা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, লেগুনার চালক, চালকের সহকারী, চ্যালেঞ্জার বাসের মালিক, বাসের চালক ও চালকের সহকারীকে আসামি করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তারা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এদিকে, সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ। এ ছাড়া দুপুরে বনপাড়া পৌর গেট এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক সভা করেছে বনপাড়া পৌরসভা ও পুলিশ প্রশাসন।
এ সময় সংসদ সদস্য আবদুল কুদ্দুস ও আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও পরিবহন খাতের সদস্যরা উপস্থিত ছিলেন।
নাটোরের পুলিশ সুপার বলেন, তিনি মহাসড়কে লেগুনা ও তিন চাকার পরিবহন চলতে দিতে চান না। এখন থেকে এসব পরিবহন আর মহাসড়কে উঠতে পারবে না। এ জন্য তিনি সবার সহযোগিতা চান।
প্রসঙ্গত, শনিবার বিকেলে লালপুর উপজেলা কদিমচিলান এলাকায় বাস-লেগুনার সংঘর্ষে দুই শিশুসহ ১৫ জন নিহত হন। নিহত ১৫ জনের মধ্যে ১৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতপরিচয় একটি লাশ রয়েছে বনপাড়া হাইওয়ে থানায়।
লাস্টনিউজবিডি/এমবি
Comments are closed