ঐক্য গঠন নিয়ে বিচলিত হওয়ার কিছুই নাই:মেনন

লাস্টনিউজবিডি,৩০ আগস্ট,নিউজ ডেস্ক: ড. কামাল হোসেনের নেতৃত্বে নতুন ঐক্য গঠন। এই ঐক্য গঠন নিয়ে বিচলিত হওয়ার কিছুই নাই। কারণ, তারা আগেও যেমন জনবিচ্ছিন্ন ছিল, এখনও ঠিক তাই আছে। বলে করেছেন রাশেদ খান মেনন।
আজ বৃহস্পতিবার রাজধানীর সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের হল রুমে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘কোটা ও শিশুদের সড়ক আন্দোলনে ভর দিয়ে কোন ফায়দা না পেয়ে এখন তারা (বিএনপি-জামায়াত) জনবিচ্ছিন্ন কিছু নিরীহ মানুষের সাথে ঐক্যের চেষ্টা করছে। ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের কথা প্রসঙ্গে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসে জাতির পিতার হত্যাকারীদের বিচার করেছে। জিয়া-মোশতাকই যে এই হত্যাকাণ্ডের মূলহোতা একথা প্রকাশ করা ও বলবার সময় এখন চলে এসেছে। জিয়া-মোশতাক ৭৫ এ ষড়যন্ত্রের বীজ রোপন করেছিল, সেই বীজের ডালপালাসহ বৃক্ষ হচ্ছে বর্তমানের বিএনপি-জামায়াত। কাজেই জিয়া-মোশতাকের পুতে যাওয়া বীজের ফসল বিএনপি-জামায়াত যে স্বাধীনতার পক্ষের শক্তিদের উৎখাতে মরিয়া হয়ে কাজ করবে এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাদের সেই স্বপ্ন এ দেশের মাটিতে আর কখনই পূরণ হবে না। কারণ, দেশের জনগণ এখন তাদের আর চায় না।’
সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ জুলহাস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ সায়রা বেগম, সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল আজাদ সরকার ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
মেনন বলেন, ‘কানা ছেলের নাম কখনই পদ্মলোচন হয় না। ড. কামাল হোসেন সাহেব এর আগেও বহুবার জোট করেছেন, ভেঙেও ফেলেছেন। তার জোটে কখনই জনসমর্থন জোটেনি। নির্বাচনের আগ মুহূর্তে তাদের নতুন জোট গঠনের কারণ ও লক্ষ্য দেশের মানুষের বুঝতে আর বাকি নেই। প্রতি নির্বাচনেই তারা এ রকম জোট গঠন করে তাদের নির্বাচনী মূল্য বৃদ্ধি করার চেষ্টা করে থাকে। এবারও তাই করছে। এতে তাদের খুশি হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।’
লাস্টনিউজবিডি/আনিছ
Comments are closed