Loading...
Monday, 30th July , 2018, 06:26 am,BDST
Print Friendly, PDF & Email

খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপির যেসব নেতা বিদেশেলাস্টনিউজবিডি, ৩০ জুলাই, নিউজ ডেস্ক: বিএনপির বেশকিছু নেতা দেশের বাইরে অবস্থান করছেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে থাকা এসব নেতার বেশির ভাগেরই বিরুদ্ধে রয়েছে রাষ্ট্রদ্রোহ, হত্যা ও দুর্নীতিসহ নানা অভিযোগে এক বা একাধিক মামলা। আইনি ঝামেলা এড়াতেই মূলত দেশান্তরী হয়েছেন তারা। তবে এ নিয়ে দলের অন্য নেতাকর্মীদের মধ্যে রয়েছে চাপা ক্ষোভ। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া যেখানে কারাভোগ করছেন, সেখানে বিদেশে পাড়ি জমানো এসব নেতাকে নিয়ে বাকিদের মধ্যে কাজ করছে একধরনের অসন্তুষ্টি।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির নেতাদের মধ্যে দীর্ঘদিন বিদেশে অবস্থান করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ), সাদেক হোসেন খোকা ও ড. ওসমান ফারুক। এ তালিকায় আরও আছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও মাহিদুর রহমান। এ ছাড়া ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, আনোয়ার হাসেন খোকন, মহিদুর রহমান ও নির্বাহী কমিটির সদস্য মোশাররফ হোসেনও রয়েছেন দেশের বাইরে।

Loading...

বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১/১১ সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হয়ে কারাগারে থাকার সময় অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। তখন থেকে দেশটিতে তিনি পরিবারসহ রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন। তার বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাসহ ২১টি মামলা চলমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভারতে অবস্থান করছেন। ২০১৫ সালের ১১ মে ভারতে অনুপ্রবেশের অভিযোগে সে দেশে গ্রেফতার হয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে দেশে ১৪টি মামলা চলমান বলে জানা গেছে। তার স্ত্রী হাসিনা আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, ভারতে সালাহউদ্দিনের অবস্থার কোনও পরিবর্তন নেই। তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন এবং ওষুধ সেবন করছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ) দুবাইয়ে অবস্থান করছেন বলে একটি সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ একাধিক মামলা রয়েছে। আরেক ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ২০১৪ সালের ২৪ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়েন। ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য দেশটিতে যাওয়ার পর তিনি আর দেশে ফেরেননি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান ড. ওসমান ফারুক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ২০১৭ সালে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠলে তিনি দেশ ছাড়েন। এছাড়াও তার নামে একাধিক মামলা রয়েছে।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন মালয়েশিয়ায় রয়েছেন বলে জানা গেছে। ২০১৬ সালে দেশ ছাড়েন তিনি। মাঝে মধ্যে তাকে মালয়েশিয়ার বিএনপির কর্মকাণ্ডে অংশ নিতে দেখা যায়। তার নামে ৩১টি মামলা রয়েছে বলে দলের দফতর সূত্রে জানা গেছে।

আরেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ২০১৭ সাল থেকে লন্ডনে অবস্থান করছেন। তাকে লন্ডনের বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। আরেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান লন্ডনেই থাকেন বলে জানা গেছে। তিনি তারেক রহমানের ঘনিষ্ঠ বলেও সূত্রের দাবি।

বিএনপির ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম মালয়েশিয়ায় আছেন বলে জানা গেছে। ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর ইতালির নাগরিক তাভেল্লা সিজার হত্যাকাণ্ডে নির্দেশদাতা হিসেবে তার নাম উঠে আসে। এরপর আত্মগোপন করেন এই নেতা। এছাড়াও তার নামে একাধিক মামলা রয়েছে।

সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ও আনোয়ার হাসেন খোকন দীর্ঘদিন ধরে লন্ডনে আছেন বলে জানা গেছে। তারাও তারেক রহমানের ঘনিষ্ঠ বলে জানা গেছে। তবে এ দুই নেতার নামে কোনও মামলা আছে কিনা, তা জানা যায়নি।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোশাররফ হোসেন মালয়েশিয়ায় আছেন। তিনি সেখানকার বিএনপির সাধারণ সম্পাদক বলেও জানা গেছে। তার নামেও কোনও মামলা আছে কিনা, তা জানা যায়নি।

বিএনপির একটি সূত্র জানায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে লন্ডনে কিছুসংখ্যক নেতার একটি বলয় গড়ে উঠেছে। সে কারণে লন্ডনে অবস্থান করা এসব নেতার সঙ্গে দলের অন্য নেতাদের তেমন কোনও যোগাযোগ হয় না। তারা সব সময় তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন।

এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিটি পদের গুরুত্ব আছে। এখন কেউ যদি পদ পেয়ে নিরাপদে বিদেশ অবস্থান করেন, তাহলে তাদের বিষয়ে দলের নীতিনির্ধারকরা চিন্তাভাবনা করবেন। এখানে আমার তো মন্তব্য করার কিছু নেই।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিদেশে থাকার বিষয়টি ভিন্ন। কারণ, দেশের এই পরিস্থিতিতে তার ফিরে আসা কোনোভাবেই কাম্য নয়। তবে যেখানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছেন সেখানে কীভাবে অন্য নেতারা বিদেশে পালিয়ে থাকেন? দলীয় প্রধান যদি কারাগারে থাকতে পারেন তাহলে তারা কেন পারবেন না?’

তিনি বলেন, ‘বিদেশে পালিয়ে থাকা এসব নেতার বিষয়ে দলকে নতুন করে ভাবতে হবে বলে আমি মনে করি।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন যুগ্ম মহাসচিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত কয়েক বছরে কত বার জেলে যেতে হয়েছে তা নিজেও বলতে পারবো না! খালেদা জিয়ার কারাগারে যাওয়ার পর কর্মসূচি পালনকালে গ্রেফতার হয়ে কারাগারে থাকতে হয়েছে তিন মাসের মতো। আন্দোলন করতে গিয়ে ৪১টি মামলার আসামি হয়েছি। আর কিছু নেতা আছেন, পদ নিয়ে নিরাপদে বিদেশ বসে আছেন।’

তিনি বলেন, ‘দল যদি কোনোদিন ক্ষমতায় আসে তখন দেখা যাবে আমাদের চাইতে দলে তাদের কদর বেড়ে গেছে। এটাই হচ্ছে সুবিধাবাদীদের আসল রূপ। তারা দলের বিপদে কখনও পাশে থাকে না।’ বাংলা ট্রিবিউন।

Print Friendly, PDF & Email
Loading...
Print Friendly, PDF & Email

Comments are closed

diamond world
Rupali bank ltd
exim bank
Lastnewsbd.com
পেপার কর্ণার
Lastnewsbd.com
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন >

সংলাপ সফল হবে বলে আপনি মনে করেন ?

ফলাফল দেখুন

Loading ... Loading ...
আর্কাইভ
মতামত
মাইনাস টু ফর্মুলা,খালেদা-তারেকবিহীন বিএনপি!
।।মহিবুল ইজদানী খান ডাবলু ।। সামরিক বাহিনীর প্র...
বিস্তারিত
সাক্ষাৎকার
সফল হওয়ার গল্প, সাফল্যের পথ
।।আলীমুজ্জামান হারুন।। ১৯৮১ সালে যখন নিটল মটরসে...
বিস্তারিত
জেলার খবর
Rangpur

  রংপুরের খবর

 • নীলফামারীতে র‌্যাবের অভিযানে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র সহ আটক ২
 • মলান্দহে ইয়াবাসহ যুবক আটক
 • বকশীগঞ্জে বাল্যবিয়ে বিরোধী শপথ

সংলাপ সফল হবে বলে আপনি মনে করেন ?

 • মতামত নাই (17%, ২ Votes)
 • হা (17%, ২ Votes)
 • না (66%, ৮ Votes)

Total Voters: ১২

আপনি কি মনে করেন যে কোন পরিস্থিতিতে বিএনপি নির্বাচন করবে ?

 • মতামত নাই (7%, ৭ Votes)
 • না (23%, ২৩ Votes)
 • হ্যা (70%, ৭১ Votes)

Total Voters: ১০১

অাপনি কি কোটা সংস্কারের পক্ষে ?

 • মতামত নেই (3%, ১ Votes)
 • না (8%, ৩ Votes)
 • হ্যা (89%, ৩৩ Votes)

Total Voters: ৩৭

খালেদা জিয়ার মামলা লড়তে বিদেশি আইনজীবীর কোন প্রয়োজন নেই' বিএনপি নেতা আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের সাথে - আপনিও কি একমত ?

 • মতামত নাই (9%, ১ Votes)
 • না (27%, ৩ Votes)
 • হ্যা (64%, ৭ Votes)

Total Voters: ১১

আগামী সংসদ নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো উপদেশ বা পরামর্শের প্রয়োজন নেই বলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মন্তব্য যৌক্তিক বলে মনে করেন কি?

 • মতামত নাই (7%, ১ Votes)
 • হ্যা (20%, ৩ Votes)
 • না (73%, ১১ Votes)

Total Voters: ১৫

এলডিপির সভাপতি কর্নেল (অব) অলি আহমাদ বলেন, এরশাদকে খুশি করতে বেগম জিয়াকে নাজিমউদ্দিন রোডের জেলখানায় নেয়া হয়েছে। আপনিও কি তা-ই মনে করেন?

 • মতামত নাই (8%, ৫ Votes)
 • না (27%, ১৬ Votes)
 • হ্যা (65%, ৩৮ Votes)

Total Voters: ৫৯

আপনি কি মনে করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহন করবে ?

 • না (13%, ৫৪ Votes)
 • হ্যা (87%, ৩৬২ Votes)

Total Voters: ৪১৬

আপনি কি মনে করেন বিএনপির‘র সহায়ক সরকারের রুপরেখা আদায় করা আন্দোলন ছাড়া সম্ভব ?

 • হ্যা (32%, ৪৫ Votes)
 • না (68%, ৯৫ Votes)

Total Voters: ১৪০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়টি সম্পূর্ণ আইনশৃঙ্খলা বাহিনীর ওপরে নির্ভরশীল, এ বিষয়ে অাপনার মন্তব্য কি ?

 • মন্তব্য নাই (7%, ২ Votes)
 • হ্যা (26%, ৭ Votes)
 • না (67%, ১৮ Votes)

Total Voters: ২৭

আপনি কি মনে করেন নির্ধারিত সময়ের আগে আগাম নির্বাচন হবে?

 • মন্তব্য নাই (7%, ১০ Votes)
 • হ্যা (31%, ৪৬ Votes)
 • না (62%, ৯১ Votes)

Total Voters: ১৪৭

হেফাজতকে বড় রাজনৈতিক দল বানানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। আপনি কি তার সাথে একমত?

 • মতামত নাই (10%, ৩ Votes)
 • না (34%, ১০ Votes)
 • হ্যা (56%, ১৬ Votes)

Total Voters: ২৯

“আগামী নির্বাচনে বিএনপি অংশ নিলে দেশে জঙ্গি হামলার আশঙ্কা কমে যাবে ”সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সাথে কি অাপনি একমত ?

 • মতামত নাই (9%, ৩ Votes)
 • না (32%, ১১ Votes)
 • হ্যা (59%, ২০ Votes)

Total Voters: ৩৪

আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে যারা সংগঠনের নামে দোকান খুলে বসেছে, তাদের ধরে ধরে পুলিশে দিতে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের আপনার প্রতিক্রিয়া কি ?

 • মতামত নাই (7%, ৩ Votes)
 • না (10%, ৪ Votes)
 • হ্যা (83%, ৩৫ Votes)

Total Voters: ৪২

ড্রাইভাররা কি আইনের উর্ধে ?

 • মতামত নাই (2%, ১ Votes)
 • হ্যা (14%, ৭ Votes)
 • না (84%, ৪৩ Votes)

Total Voters: ৫১

সার্চ কমিটিতে রাজনৈতিক দলের কেউ নেই- ওবায়দুল কাদেরের এ বক্তব্য সমর্থন করেন কি?

 • মতামত নাই (5%, ৩ Votes)
 • হ্যা (31%, ১৭ Votes)
 • না (64%, ৩৫ Votes)

Total Voters: ৫৫

ইসি গঠন নিয়ে রস্ট্রপতির সংলাপ রাজনীতিতে একটি ইতিবাচক মাত্রা আসবে বলে কি আপনি মনে করেন ?

 • মতামত নাই (8%, ৭ Votes)
 • না (34%, ৩২ Votes)
 • হ্যা (58%, ৫৪ Votes)

Total Voters: ৯৩

Do you support DD?

 • yes (0%, ০ Votes)
 • no (100%, ০ Votes)

Total Voters:

How Is My Site?

 • Excellent (0%, ০ Votes)
 • Bad (0%, ০ Votes)
 • Can Be Improved (0%, ০ Votes)
 • No Comments (0%, ০ Votes)
 • Good (100%, ০ Votes)

Total Voters: