ময়মনসিংহে দাফনের ১০দিন পর কবর থেকে শাওনের মরদেহ উত্তোলন

আব্দুল মান্নান পল্টন, লাস্টনিউজবিডি, ১৯ মার্চ, ময়মনসিংহ: ময়মনসিংহে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফি শাওনের মরদেহ দাফনের ১০ দিন পর ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।
ফুলবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিউলি হরি ও মামলার তদন্তকারি কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই পলাশ কুমার রায়ের উপস্থিতিতে সোমবার দুপুরে জেলার ফুলবাড়িয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কবর থেকে শাওনের মরদেহ উত্তোলন করা হয়।
এরআগে গত ২৫ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাতে শহরের জেলা পরিষদ সংলগ্ন এলাকায় রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হন ছাত্রলীগ নেতা শাওন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থার অবনতি দেখা দিলে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ মার্চ দুপুরে মারা যান শাওন।
পরবর্তীতে শাওনের হত্যাকারিদের বিচারের দাবিতে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামীলীগ পাল্টা-পাল্টি সমাবেশ করে। বিচারের দাবিতে ছাত্রলীগও রাজপথে বিক্ষোভ মিছিল মানববন্ধন করে।
১৪ মার্চ বুধবার রাতে কোতোয়ালি মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা রুজু হওয়ার পরের দিন ১৫ মার্চ দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দত্ত, এসএম আরিফুল হক ওরফে পিচ্চি আরিফ ও আমিনুল ইসলাম হিমেল আদালতে আত্মসমর্পণ করে। আদালত তাদের কারাগারে পেরণের নির্দেশ প্রদান করেন।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল ইসলাম জানান ১৮ মার্চ রবিবার দুপুরে ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুল হক ময়নাতদন্তের জন্য মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন। একই আদেশে এ হত্যা মামলায় হাজতে থাকা তিনজনকে জিঙ্গাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
লাস্টনিউজবিডি/মেহেদী
Comments are closed