নাগরপুরে গায়ে আগুন লেগে পথচারী নিহত

শিপন, লাস্টনিউজবিডি, ১৯ মার্চ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে অগ্নিকান্ডে তিন দোকান ভস্মিভূত হয়েছে। উপজেলার তেবাড়িয়া (চাঁদগঞ্জ) বাজারে রবিবার রাতে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১২ লাক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকানিরা জানিয়েছে। অপরদিকে আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করেছে স্থানীয় ফায়ার সার্ভিস অফিস। ক্ষতিগ্রস্থ দোকানিরা হল, ওই বাজারের শহীদুল ইসলাম, হযরত আলী, আব্দুর রহমান।
এ সময় এছাকুর রহমান খান (৭০) নামের এক পথচারী আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। সে তেবাড়িয়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে। আহত অবস্থায় তাকে তৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়। সোমবার সকালে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হযরত আলীর পেট্রলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছে। খবর পেয়ে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সূত্র জানা যায়, রবিবার সন্ধা সাতটার দিকে উপজেলার তেবাড়িয়া (চাঁদগঞ্জ) বাজারের হযরত আলীর পেট্রলের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় বাজারের অন্য দোকানিরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এতে ওই বাজারের শহীদুল ইসলাম, হযরত আলী, আব্দুর রহমানের তিনটি দোকান পুড়ে সম্পুর্ন ভস্মিভূত হয়। এ সময় পেট্রলের দোকানের ভেতর থেকে আগুনের গোলায় এছাকুর রহমান খান (৭০) নামের এক পথচারী গুরুতর দগ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে তৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটি সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। খবর পেয়ে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ নাসিম রেজার নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় ঘন্টাব্যাপি চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলে। আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করেছে স্থানীয় ফায়ার সার্ভিস অফিস।
লাস্টনিউজবিডি/মেহেদী
Comments are closed