উজিরপুরে মিথ্যা মামলা দায়ের করে মোটা অঙ্কের টাকা দাবি!

জাহিদুল ইসলাম তালহা, লাস্টনিউজবিডি, ৩০ মার্চ, উজিরপুর: বরিশালের উজিরপুরের হারতা ইউনিয়নের কালবিলা নিবাসী মতি লাল রায়ে’র মেজ ছেলে মিঠুন রায়(২১) এর সাথে একই এলাকার সুধীর পাড় এর মেয়ে তপু পাড়(১৮) এর সাথে বিগত তিন বছর ধরে প্রেমের সর্ম্পক চলে আসছে কিন্তু গত এক বছর আগে এব্যপারে তপুর পরিবার জানতে পারলে, তপুর পরিবার মিঠুনের সাথে কোন প্রকার সর্ম্পক রাখতে নিষেধ করে কিন্তু তপু কারো কথা না শুনে গোপনে মিঠুনের সাথে প্রেমের সর্ম্পক চালিয়ে যায়। এমটা চলতে থাকলে তুপুর কাকা বাসুদেব পাড়ুয়া ও কাকাতো ভাই সুশান্ত পাড়ুয়া গত কয়েকদিন আগে নিজ বাড়ীতে তপুকে মারধর করাতে তপু অসুস্থ হয়ে পরলে তাকে উজিরপুর হাসপাতালে ভর্তি করে, পরে তপুর কাকা বাসুদেব পাড়ুয়া তপুকে বিভিন্ন ভয় ভিতি দেখিয়ে ও চাপের মুখে ফেলে মিঠুনের নামে মিথ্যা অভিযোগ দিতে বাধ্য করে বলে জানান তপু পাড়।
এব্যপারে ছেলের বাবা মতি লাল রায়ের কাছে নব্বই হাজার নগদ ও অনান্য খরচ দেখিয়ে মোট ১ লক্ষ ত্রিশ হাজার টাকা দাবি করে নচেত মামলা হামলার হুমকি দেয় বলে জানান তিনি। পরে তপু হাসপাতাল থেকে সুস্থ হয়ে কাকার বাড়ী ফিরলে শুনতে পারে যে তার কাকা বাসুদেব পাড়ুয়া এব্যপারে আর ষড়যন্ত করছে, তাই গত ২৪শে মার্চ রবি বার রাত ৮টা ৩০ মিনিটের সময় সুযোগ পেয়ে কালবিলা কাকার বাসা থেকে তপু পালিয়ে মিঠুন রায়ের বাড়ীতে গভির রাতে এসে উপস্থিত হলে মিঠুনের বাবা তৎক্ষনিক গ্রামের গন্যমান্য লোকজনসহ ওই ওয়ার্ডের ইউপি মেম্বার কৃষ্ণ কান্ত বাড়ৈ এর কাছে জানালে ছেলে মেয়ের প্রাপ্ত বয়স্ক হওয়াতে স্থানীয় লোকজন নিয়ে সামাজিক ভাবে বিয়ের রেজিষ্টি করেন।
এব্যপারে কাকা বাসুদেব পাড়ুয়া সাড়ে তিন লক্ষ টাকা ও এক বড়ি স্বর্ণ নিয়ে তার ঘর থেকে তারই ভাইয়ের মেয়ে তপু পালিয়েছে বলে থানায় এমন অভিযোগ দায়ের করেন যা তপু সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট এবং ষড়যন্ত মূলক বলে স্বীকার করেন। তপু আরও জানান, আমার কাকা আমাকে দিয়ে মিথ্যা কথা বলিয়ে যে টাকা দাবি করেছে সেই টাকা না পাওয়ার কারণে এমন মিথ্যা অভিযোগ করেছেন।
লাস্টনিউজবিডি/মেহেদী
Comments are closed